ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হামলায় যুবলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৪:৩১, ১০ আগস্ট ২০১৬

নেত্রকোনায় হামলায় যুবলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা, ৯ আগস্ট ॥ পূর্বধলা উপজেলার হুগলা এলাকায় সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় হাবিবুর রহমান ওরফে তুলা মিয়া ফকির (৩০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। নিহত তুলা মিয়া হুগলা ইউনিয়নের জামিরাকান্দা গ্রামের মুখলেছুর রহমান ফকিরের ছেলে। তিনি আওয়ামী যুবলীগের হুগলা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক। জানা গেছে, সোমবার রাত ন’টার দিকে তুলা মিয়া ফকির একই গ্রামের বাচ্চু খাঁকে সঙ্গে নিয়ে মোটরবাইলে করে হুগলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বাজারের পশ্চিম দিকে হুগলা-বওলা সড়কে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তাদের ওপর হামলা চালায়। গফরগাঁওয়ে অটোরিক্সা চালক নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ থেকে জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক অটোরিক্সাচালক খুন হয়েছে। সোমবার রাতে পৌর শহরের ষোলহাসিয়া গোহাটা মাঠে প্রকাশ্যে এ হত্যাকা- ঘটে। নিহতের নাম জাহিদ হাসান (২৫)। সে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে। একটি সূত্র দাবি করেছে, নিহত জাহিদ পুলিশের সোর্স ছিল। জানা যায়, গফরগাঁও পৌর শহরের ষোলহাসিয়ায় গো-হাটা বাজারে গত সোমবার ছিল সাপ্তাহিক হাট। রাত সাড়ে ৮টার দিকে অটোরিক্সা স্ট্যান্ড থেকে মাত্র কয়েক গজ দূরে গোহাটের উত্তর পাশে যাত্রী উঠানোর জন্য যান জাহিদ। প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহিদ সেখানে পৌঁছার কয়েক মিনিট পর অজ্ঞাতপরিচয় এক তরুণ তার কাছে যায়। কথা বলার একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ওই তরুণ জাহিদের বুকে ছুরিকাঘাত করে। নীলফামারীতে ছোট ভাই স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, পারিবারিক কলহের জেরে ছোট ভাই নিতাই চন্দ্র রায়কে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে আপন বড় ভাই গোবিন্দ চন্দ্র রায় (৩০)। মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বারোবিশা খামাত বামনিয়া গ্রামে। এ ঘটনায় হত্যাকারী বড় ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় বড় ভাই গোবিন্দ ছোট ভাই নিতাইকে নিজ হাতে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো দাটি পুলিশের হাতে তুলে দেয়। হত্যার শিকার ও হত্যাকারী ওই দুই ভাই উক্ত গ্রামের মৃত অনিল চন্দ্র রায়ের দুই ছেলে। শেরপুরে গৃহকর্মী নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, রূপা আক্তার (১৪) নামে এক গৃহকর্মীকে নির্যাতনে হত্যা করেছে পাষ- গৃহকর্ত্রী। মঙ্গলবার সকালে শহরের দুর্গানারায়ণপুর এলাকার এক বাসা থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে গৃহকর্ত্রী সালমা জাহান সাথীকে আটক করেছে পুলিশ। গৃহকর্মী রূপা শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের সোবাহান আলীর মেয়ে। শেরপুর সদর থানার এস আই শহীদুজ্জামান জানান, কয়েক মাস আগে শহরের দুর্গানারায়ণপুর মহল্লার সালমা জাহান সাথীর বাসায় গৃহকর্মীর কাজ নেয় হতদরিদ্র পরিবারের কিশোরী রূপা। ওই গৃহকর্ত্রীর স্বামী এসএম মমিন দীর্ঘদিন যাবত বিদেশে থাকায় একমাত্র শিশু সন্তানকে নিয়ে তিনি ওই বাসায় বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে গৃহকর্ত্রীর বসতঘরের বারান্দায় ফাঁস লাগানো অবস্থায় রূপার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। আড়াইহাজারে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানছুরা বেগম (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আড়াইহাজার থানা পুলিশ গলায় ফাঁস লাগানো অবস্থায় মানছুরার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত মানছুরার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। মানছুরা বেগম উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের কাবুল মিয়ার স্ত্রী। অপরদিকে প্রেমের ঘটনায় শাসন করায় নিপা আক্তার (১৩) নামে ৭ম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ফতেপুর ইউনিয়নের বগাদী সিকদারবাড়ি এলাকায়। সাভারে যুবক নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন গোরাট মধ্যপাড়া এলাকার একটি বাঁশঝাড়ের ভেতর বাঁশের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ায় ইজিবাইক চালক নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সোহেল রানা (২২)। সোমবার রাতে ভেড়ামারা উপজেলার রাইটা পাথরঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। সোহেল রানা দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকার মৃত জাকাত সরদারের ছেলে। মঙ্গলবার সকালে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইক চালক সোহেল রানা শনিবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
×