ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে দুই কলেজ ছাত্র

প্রকাশিত: ০৪:০৭, ৯ আগস্ট ২০১৬

দিনাজপুরে দুই কলেজ ছাত্র

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ কলেজছাত্র মারা গেছে। তারা দু’জনেই দিনাজপুর হলিল্যান্ড কলেজের ছাত্র। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলা ও চিরিরবন্দর উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদী থেকে স্থানীয়দের সহায়তায় তাদের লাশ উদ্ধার করে ডুবুরিরা। নিহতরা হলো দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া এলাকার সাইদুল আলমের ছেলে সাজিদ হোসেন সাদ (১৮) ও মুন্সিপাড়া এলাকার মির্জা মমতাজুল ইসলামের ছেলে মির্জা সাকিল শামীম বিশাল (১৭)। জঙ্গীবাদের বিরুদ্ধে প্রচারপত্র স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং যৌথভাবে জেলা শহরে জঙ্গী, সন্ত্রাসবাদ, নাশকতা ও গুপ্তহত্যার বিরুদ্ধে সচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করেছে। সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন সড়কে পথচারী ও যানবাহনের যাত্রীদের নিকট পুলিশ সুপার জাকির হোসেন খানের নেতৃত্বে এই প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার সদর (সার্কেল) ফিরোজ কবীর প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার সকালে সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় গৌরনদী গালর্স হাইস্কুল এ্যান্ড কলেজে এবং একইদিন দুপুরে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের শতাধিক শিক্ষার্থী সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহেআলম মঞ্জু।
×