ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নগরবাড়ী-বগুড়া রুটে বাস ধর্মঘট চলছে ৮ দিন ধরে

প্রকাশিত: ০৪:০৪, ৯ আগস্ট ২০১৬

নগরবাড়ী-বগুড়া রুটে বাস ধর্মঘট চলছে ৮ দিন ধরে

সংবাদদাতা, বেড়া, পাবনা, ৮ আগস্ট ॥ গত ৮ দিন ধরে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী-বগুড়া ভায়া সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শাহজাদপুর-উল্লাপাড়া বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব, মালিক সমিতির গাড়ি চলাচল নিয়ে কোন্দল, সিরিয়াল ভঙ্গ, শ্রমিক মারপিটের ঘটনাকে কেন্দ্র করে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বেড়া ও সিরাজগঞ্জের উভয় এলাকার বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও দোষারোপ করে তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা আর আর্থিক দুরাবস্থায় পড়েছে শ্রমিকরা। চলতি বছরে ৪র্থ বারের মতো এমন ধর্মঘটের ঘটনা ঘটল। নগরবাড়ীর বাস মালিক ও শ্রমিকরা জানান, প্রতিদিন ৪০টি গাড়ি নগরবাড়ী থেকে সিরাজগঞ্জ-বগুড়ায় যাতায়াত করে থাকে। এছাড়া পাবনা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের এর ‘মালিক সমিতি পরিবহন’ নামের একটি বাস প্রতিদিন সকালে নগরবাড়ী থেকে শাহজাদপুর হয়ে বগুড়া রুটে যাতায়াত করে থাকে। কিন্তু এ গাড়িটি চলাচলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর মোটর মালিক সমিতি বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত ১ আগস্ট শাহজাদপুর মোটর মালিক সমিতি ও শাহজাদপুর বাস শ্রমিক ইউনিয়নের নেতারা গাড়িটি শাহজাদপুর থেকে আটকে দেয়। এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে বেড়া-নগরবাড়ীর সকল গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরের দিন ২ আগস্ট শাহজাদপুরের বাসগুলোকে নগরবাড়ীর বাস মালিক-শ্রমিকরা পাবনার কাশীনাথপুরে আটকে দেয়। ফলে ওইদিন পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুরে সিরাজগঞ্জ মোটর মালিক সমিতির গাড়িগুলোকে আটকে দেয়া হয়।
×