ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমিক বইয়ের দাম ১০ লাখ পাউন্ড

প্রকাশিত: ০৫:৩৫, ৮ আগস্ট ২০১৬

কমিক বইয়ের দাম ১০ লাখ পাউন্ড

সুপারম্যান সিরিজের একটি বিরল কমিক বইয়ের কপি সম্প্রতি ১০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। ১৯৩৮ সালে বিখ্যাত কমিক বই লেখক ক্লার্ক কেন্ট ও লুইস লেন বইটি বাজারে ছাড়েন। তখন প্রতি কপির দাম ছিল মাত্র ১০ সেন্ট। বইটির নাম এ্যাকশন কমিক#১। যুক্তরাষ্ট্রের ডালাসের প্রখ্যাত নিলাম ঘর হেরিটেজ অকশন্স বৃহস্পতিবার এটি নিলামে তোলে। বইটি এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ ১৯৩৮ সালে প্রকাশিত এ্যাকশন সিরিজের এই কমিক বইগুলোর মধ্যে মাত্র কয়েকটি কপি এখনও অক্ষত রয়েছে। আরও একটি কারণ হলো এ্যাকশন কমিকের আগে প্রকাশিত কোন কমিক বই এত জনপ্রিয়তা পায়নি। হেরিটেজ অকশন্স-এর প্রধান নির্বাহী লন এ্যালেন বলেন, বইটির নাম আমাদের ওয়েবসাইটে প্রকাশের পর থেকেই এটির দাম লাফিয়ে বাড়তে থাকে। আর বইটি যিনি কিনেছেন তিনি এটির মূল্য বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ। তবে এই ক্রেতার নাম প্রকাশ করেনি হেরিটেজ অকশন্স কর্তৃপক্ষ। লন এ্যালেন আরও বলেন, এ্যাকশন কমিকের আরও কয়েকটি কপি এখনও অক্ষত রয়েছে কথাটি ঠিক। তবে এই কপিটির রং এখনও আগের মতোই রয়েছে। এখানে এই গল্পের চরিত্রগুলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ১৯৯৮ সালে একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে বইটি ২৬ হাজার পাউন্ড দিয়ে সংগ্রহ করে এই নিলাম ঘর। Ñফরচুন ও ইউপিআই অবলম্বনে।
×