ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দলীয় রাজনীতিতে সন্ত্রাসীদের উৎসাহিত করা হচ্ছে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩৪, ৮ আগস্ট ২০১৬

দলীয় রাজনীতিতে  সন্ত্রাসীদের  উৎসাহিত  করা হচ্ছে ॥  নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ একুশে আগস্টের বোমা হামলা মামলার চার্জশীটভুক্ত আসামিরা একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটা কোন গণতান্ত্রিক দলের আচরণ হতে পারে না। গণতান্ত্রিক রাজনীতিতে দলীয় এমন আচরণে সন্ত্রাসীদের উৎসাহিত করা হচ্ছে। একজন রাজনীতিবিদ হিসেবে অন্য কোন দলের কমিটি গঠন নিয়ে সমালোচনা করা ঠিক নয় উল্লেখ করে বিএনপির নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে আব্দুস সালাম পিন্টু, বাবরসহ বেশ ক’জন চার্জশীটভুক্ত আসামির নাম থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি রবিবার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও বন্যা পরিস্থিতি নিয়ে জেলার সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে এক সভার সূচনাপর্বে সাংবাদিকদের এসব কথা বলেন। গত দুদিন সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী, শাহজাদপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বন্যা, ভাঙ্গন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং সরেজমিন বন্যার্তদের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে বন্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব¡ করেন জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মোঃ আনিসুর রহমান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী, এ্যাডভোকেট আব্দুর রহমান পিপি, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরি’ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ কাজীপুর, বেলকুচি চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। সভায় মোহাম্মদ নাসিম বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ বিতরণে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরও বলেন প্রতি বছরই ন্যায় এই দুর্যোগ সামাল দিয়ে দুস্থ অসচ্ছল বানভাসি মানুষের পাশে রয়েছে আমাদের সরকার। ইতোমধ্যেই জেলার ৫টি বন্যা কবলিত উপজেলায় সরকারী ও বেসরকারী পর্যায়ে ব্যাপক পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে। বানভাসি মানুষ পুনর্বাসিত না হওয়া পর্যন্ত এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, একদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া দুর্গত মানুষের পাশে না এসে নানা চাক্রান্ত করে চলেছেন। তার এই চক্রান্ত কোন দিনই বাস্তবায়ন হবে না বাংলার মাটিতে। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহসহ দুর্যোগকালীন অন্যান্য কাজের প্রশংসা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। পরে রাতে মন্ত্রী যমুনা নদীর পাড়ে শহীদ শেখ রাসেল পার্কে একটি গাছের চারা রোপণ করেন।
×