ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রবিউলের স্ত্রী ও শিশুকন্যা

প্রকাশিত: ০৩:৫৪, ৮ আগস্ট ২০১৬

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রবিউলের স্ত্রী ও শিশুকন্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ আগস্ট ॥ এ পৃথিবীতে আলোর মুখ দেখার এক মাস আগেই ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় নিহত ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ রবিউল করিমের শিশুকন্যা ছয় দিন হাতপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। জন্মের পর শিশুটির শারীরিক কিছু জটিলতা থাকলেও এনাম মেডিক্যাল এ্যান্ড হাসপাতালে চিকিৎসা শেষে রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ চোখের জলে শিশুটি ও তার মাকে বিদায় জানায়। পরে শিশুটিকে নিয়ে তারা সাভারের রেডিওকলোনী এলাকায় ভাড়া বাসায় ওঠেন। শিশুটির নাম এখনও রাখা হয়নি। শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিহত রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা। উল্লেখ্য, ৩১ জুলাই মধ্যরাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত রবিউলের স্ত্রী উম্মে সালমা একটি কন্যা সন্তানের জন্ম দেন।
×