ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরী ভাড়াটের অসামাজিক কাজে বাধা দেয়ায় উত্তরায় বৃদ্ধা খুন

প্রকাশিত: ০৮:৪২, ৭ আগস্ট ২০১৬

 সুন্দরী ভাড়াটের অসামাজিক কাজে বাধা দেয়ায় উত্তরায় বৃদ্ধা খুন

স্টাফ রিপোর্টার ॥ এক সুন্দরী যুবতীর অসামাজিক কাজে বাধা দেয়ার প্রতিশোধ নিতেই গলা কেটে হত্যা করা হয় রাজধানীর উত্তরায় সেনা কর্মকর্তার মা’কে। বাসার দারোয়ানের সহায়তায় এ হত্যাকা-ের পর লুটপাট করা হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। গত জুনে উত্তরায় সংঘটিত এ হত্যাকা-ে জড়িত ওই যুবতী ও দারোয়ানকে আটকের পর রহস্য উদঘাটন করেছে র‌্যাব। শনিবার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য প্রকাশ করে র‌্যাব-১। জানা যায়, গত ৪ জুন উত্তরায় নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয় মনোয়ারা বেগম নামের ওই বৃদ্ধাকে। নিহত মনোয়ারার স্বামী আবু ডাঃ মোহাম্মদ ইউসুফ কয়েক বছর আগে মারা যান। তাদের তিন ছেলের মধ্যে বড় ছেলে মেজর (অব.) ইকবাল ইবনে ইউসুফ অস্ট্রেলিয়ায়, মেজ ছেলে খালেদ বিন ইউসুফ চিটাগং ক্যান্টমেন্টে লে. কর্নেল হিসেবে কর্মরত এবং ছোট ছেলে আরমান ইবনে ইউসুফ আমেরিকায় থাকেন। মনোয়ারা বেগম নিজেদের বাড়ির দোতলায় থাকতেন। তিন তলায় থাকতেন লাইলি ওরফে লাবণ্য নামের এক তরুণী ভাড়াটে। কিছুদিন পর লাইলি ওই বাসায় গোলাম নবী রনি নামের এক তরুণকে দারোয়ানের কাজ পাইয়ে দেন। তারা দুজনই মনোয়ারার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। তবে মনোয়ারা লাইলির ফ্ল্যাটে প্রায়ই অচেনা যুবকদের আনাগোনা দেখতে পান। এতে তিনি সোর্স লাগিয়ে জানতে পারেন লাইলি অবাধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন। এই ধরনের অনৈতিক কাজে প্রচ- ক্ষুব্ধ হয়ে লাইলিকে বাসা ছাড়ার নির্দেশ দেন মনোয়ারা বেগম। কিন্তু লাইলি বাসা ছাড়তে গড়িমসি করে। এক পর্যায়ে বাসা না ছাড়লে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেন মনোয়ারা। তার ক’দিন পর ৪ জুন ওই বাসায় চড়াও হন লাইলি ও দারোয়ান রনি। তারা মনোয়ারাকে গলা চেপে ধরে এবং ছুরিকাঘাত করে। এতে তাৎক্ষণিক মৃত্যুর কোলে ঢলে পড়েন মনোয়ারা। এরপর বাসা থেকে নগদ এক লাখ ১৩ হাজার টাকা ও কিছু স্বর্ণালঙ্কার নিয়ে কেটে পড়ে লাইলি ও রনি। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব-১ তদন্তে নামে। এতে লাইলি ওরফে লাবণ্যকে আটক করে র‌্যাব। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর র‌্যাব নিশ্চিত হয় রনির সহায়তায় লাইলিই এ পরিকল্পিতভাবে এ হত্যাকা- ঘটিয়েছে। লাইলির দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কক্সবাজারের কুতুবদিয়া এলাকা থেকে আটক করা হয় রনিকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেও স্বীকার করে মনোয়ারাকে হত্যায় জড়িত থাকার কথা।
×