ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অডিটরিয়াম নির্মাণের দাবিতে নেত্রকোনায় সংস্কৃতিকর্মীদের মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০৩:৫৫, ৭ আগস্ট ২০১৬

অডিটরিয়াম নির্মাণের দাবিতে নেত্রকোনায় সংস্কৃতিকর্মীদের মানববন্ধন ও সমাবেশ

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির আওতায় অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণের দাবিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বুধবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে বিশিষ্ট সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে এবং চিন্ময় তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সানাওয়ার হোসেন ভূঁইয়া, শিকড়ের সভাপতি আফম রফিকুল ইসলাম খান আপেল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, স্বাবলম্বীর কর্মসূচী পরিচালক স্বপন কুমার পাল, শতদল সাংস্কৃতিক একাডেমির পরিচালক আলী আসকার খান সিন্টু, সংস্কৃতিকর্মী সুভাষ রায়, এটিএম আবদুর রাজ্জাক, সাইফুল্লাহ এমরান, তানভীর জাহান চৌধুরী ও ছড়াকার ছড়াকার সঞ্জয় সরকার প্রমুখ। বক্তারা সাহিত্য-সংস্কৃতির জেলা হিসেবে খ্যাত নেত্রকোনায় একটি অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জানা গেছে, প্রায় তিন যুগ আগে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় ‘মহুয়া অডিটরিয়াম’ নামে একটি অডিটরিয়াম নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের পরপরই এটিতে শব্দ নিয়ন্ত্রণ এবং মঞ্চ ব্যবস্থাপনাসহ বেশকিছু ক্ষেত্রে ত্রুটি ধরা পড়ে। এরপরও ত্রুটিপূর্ণ অবস্থায়ই কয়েক দশক সেখানে প্রায় নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকা- ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। কিন্তু প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি জরাজীর্ণ ও চরম ঝুঁকিপূর্ণ হয়ে পরলে কর্তৃপক্ষ ২০১২ সালে তা পরিত্যক্ত ঘোষণা করে। এর পর থেকে শহরের সাংস্কৃতিক কর্মকা-ে ভেন্যু সঙ্কট প্রকট আকার ধারণ করে। এ অবস্থায় নেত্রকোনায় অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয় সংস্কৃতিকর্মীরা।
×