ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে ‘জঙ্গীবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্য’র যাত্রা শুরু

প্রকাশিত: ০৩:৫৪, ৭ আগস্ট ২০১৬

পটুয়াখালীতে ‘জঙ্গীবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্য’র যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ ‘আমার মাটি আমার মা,আফগানিস্থান হবে না’ সেøাগানকে সামনে রেখে পটুয়াখালীতে যাত্রা শুরু করেছে ‘জঙ্গীবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্য’। পটুয়াখালীতে চলমান সকল সাংস্কৃতিক সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিদের নিয়ে শুক্রবার রাতে যাত্রা শুরু করে সংগঠনটি। পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি কমরেড শাহনূর। সঞ্চালনা করেন পাঠাগারের সম্পাদক সুভাষ চন্দ্র। সভায় দেশে সাম্প্রতিক সময়ে জঙ্গীবাদী তৎপরতা ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রবীন সাংস্কৃতিক কর্মী আবুল হোসেন আবু মিয়া, নির্মল কুমার দাশগুপ্ত,পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারন সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক দখিনা খেলাঘর আসরের সাধারন সম্পাদক, ললিত কলা নিকেতন, মুক্তপ্রাঙ্গণ,রশিদ কিশালয় বিদ্যায়তন নাহারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা জঙ্গীবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে সাংস্কৃতিক কর্মকা- পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা বলেন সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘ উদাসীনতার ফলে আজ দেশে জঙ্গীবাদের উত্থান হয়েছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে এ জঙ্গীবাদ মোকাবেলায় সাংস্কৃতিক কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সভায় কার্যক্রমকে গতিশীল করতে কমরেড শাহনূর, মানস কান্তি দত্ত, সুভাষ চন্দসহ নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয়কারী কমিটি গঠন করা হয়। আগামীতে জেলা শহরের বিদ্যালয় ও মহা বিদ্যালয়গুলোতে ধারাবাহিক কর্মসূচীর মাধ্যমে জঙ্গীবাদের কালো থাবা থেকে শিক্ষার্থীদের আলোর পথে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক ঐক্য কাজ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
×