ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৫:৫০, ৬ আগস্ট ২০১৬

ঝিনাইদহ সীমান্তে  বিএসএফের গুলিতে  বাংলাদেশী  নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৫ আগস্ট ॥ জেলার মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে আলম হোসেন (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ভারতের ৪-৫শ গজ ভেতরে এ ঘটনা ঘটে। আলম হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুস সামাদ গামার ছেলে। ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ১০-১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। তারা বর্ণবাড়িয়া এলাকায় গেলে বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় গরু ব্যবসায়ীরা হামলা চালালে বিএসএফ গুলিবর্ষণ করে। এতে আলম নিহত হন। তার লাশ বাংলাদেশে আনা হয়েছে।
×