ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে বিদ্রোহীরা ॥ রাশিয়া

প্রকাশিত: ০৪:০০, ৬ আগস্ট ২০১৬

সিরিয়ায় বিষাক্ত গ্যাস ব্যবহার  করছে  বিদ্রোহীরা ॥ রাশিয়া

সিরিয়ার আলেপ্পো শহরে সরকারী বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীরা ‘বিষাক্ত গ্যাস’ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা তাদের এই অভিযোগ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। খবর বিবিসির সিরীয় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সরকারী বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর এলাকাগুলোতে ‘বিষাক্ত গ্যাস’ ভরা গোলা নিক্ষেপ করছে বিদ্রোহীরা। মঙ্গলবারের ওই হামলায় সাতজন নিহত হয়েছেন এবং ২০ জনেরও বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ইদলিব প্রদেশের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি টাউনে ক্লোরিন গ্যাস ফেলা হয়েছে এমন খবর আসার পর আলেপ্পোর বিদ্রোহীদের বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ উঠলো। ইদলিব প্রদেশের ওই টাউনটির কাছে এর আগে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিদ্রোহীদের গুলিতে ভূপাতিত হয়েছিল।
×