ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্মেলন শেষ হওয়ার আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদ ত্যাগ

সার্কেও পাক-ভারত সংঘাত

প্রকাশিত: ০৪:০০, ৬ আগস্ট ২০১৬

সার্কেও পাক-ভারত সংঘাত

পাক-ভারত বিরোধ সার্ক ফোরামের ওপরও ছায়াপাত করেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এ আঞ্চলিক সমিতির স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ভারত সন্ত্রাসবাদের মদদদাতা বলে গণ্য হয়- এমন দেশুলোকে একঘরে করার আহ্বান জানায়। আর পাকিস্তান দখলদারি প্রতিহত করছে- এমন বেসামরিক লোকজনের ওপর পাশবিক শক্তি প্রয়োগের নিন্দা করে। এদিকে ওই সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের দেয়া ভাষণ পাকিস্তান কর্তৃপক্ষ সেন্সর করার পর তিনি বৃহস্পতিবার সম্মেলন শেষ হওয়ার আগেই অকস্মাত ইসলামাবাদ ত্যাগ করেন। খবর ডন, টাইমস অব ইন্ডিয়া ও ইয়াহু নিউজের। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্তবর্তী বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ চরম রূপ নিলে পরমাণু অস্ত্রসজ্জিত পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটে। দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। কাশ্মীর বিক্ষোভে প্রায় ৫০ জনের মৃত্যু হয়। রাজনাথ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। ফোরামে দেয়া ভাষণে তিনি জঙ্গীদের প্রতি যে কোন ধরনের সমর্থনের নিন্দা করেন। তিনি সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের জন্য বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছান। তিনি বলেন, এক দেশের সন্ত্রাসী অন্য দেশের শহীদ বা মুক্তিযোদ্ধা হতে পারে না। যারা সন্ত্রাসবাদ বা সন্ত্রাসীদের সমর্থন, উৎসাহ, আস্তানা, নিরাপদ আশ্রয় বা যে কোন সহায়তা প্রদান করে, তাদের অবশ্যই একঘরে করতে হবে। সিং পাকিস্তানের নাম উল্লেখ করেননি, কিন্তু ভারত বিভক্ত কাশ্মীরের পাকিস্তানী অংশে ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াইরত জঙ্গীদের আশ্রয় দেয়ার দায়ে প্রতিবেশী পাকিস্তানকে অভিযুক্ত করে থাকে। সার্ক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাজনাথ সন্ত্রাসবাদ ও এর মদদদাতা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাসীদের ‘শহীদ’ বলে গৌরবান্বিত করা উচিত নয়। তিনি বলেন, ভাল বা মন্দ সন্ত্রাসবাদ বলতে কোন কিছু নেই। সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদই। পাকিস্তান জঙ্গীদের সমর্থন দেয়ার অভিযোগ অস্বীকার করে থাকে। তবে দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীরের জনগণের স্বাধীনতা সংগ্রামের প্রতি রাজনৈতিক সমর্থন দিয়ে এসেছে বলে জানায়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান তার ভাষণে কাশ্মীরের প্রতি ইঙ্গিত করেÑ বিদেশী দখলদারির বিরুদ্ধে সংগ্রামরত নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর পাশবিক শক্তি প্রয়োগের প্রতি সার্ক সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেন। চৌধুরী নিসার জনগণের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। বৈধ স্বাধীনতা সংগ্রামকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে দমন করা উচিত নয় বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। তিনি মন্তব্য করেন যে, ভারতীয় দখলদারির অধীন এমন এক বিরোধপূর্ণ ভূখ-ে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে সহিংসতা রাষ্ট্রীয় মদদপুষ্ট। পাকিস্তান ইসলামাবাদে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে রাজনাথ সিংয়ের দেয়া ভাষণ সেন্সর করে। মিডিয়াকে সেই ভাষণ প্রচার করতে দেয়া হয়নি। কেবল ভারতীয় মিডিয়াকেই নয়, পাকিস্তানের প্রাইভেট নিউজ চ্যানেলগুলোকেও সেই ভাষণ টেলিকাস্ট করতে দেয়া হয়নি। ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠানস্থলে সিংয়ের পৌঁছানোর সময় বিশিষ্ট অতিথিদের স্বাগত জানাতে খান সেখানে উপস্থিত ছিলেন। দুই নেতা একে অপরের হাত স্পর্শ করলেও কোন আনুষ্ঠানিক করমর্দন করেননি। উভয়েই অনুষ্ঠানস্থলে আয়োজিত ভোজসভায়ও এড়িয়ে যান। রাজনাথ সিং খুব বেশি সময় অনুষ্ঠানস্থলে অবস্থান করেননি। তিনি সম্মেলনের শেষ অধিবেশনে যোগ না দিয়েই চলে যান। এদিকে সার্ক মন্ত্রীরা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেন। তারা এ হুমকি রোধে সমষ্টিগত চেষ্টা চালানোর আহ্বান জানান। সন্ত্রাসীদের বিচার থেকে রেহাই দেয়া উচিত নয় বলেও তারা জোর দিয়ে উল্লেখ করেন।
×