ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যারা হতাশায় ভুগছেন তারাই বিএনপির সঙ্গে ঐক্যের কথা বলছেন ॥ নাসিম

প্রকাশিত: ০৮:১৬, ৫ আগস্ট ২০১৬

যারা হতাশায় ভুগছেন তারাই বিএনপির সঙ্গে ঐক্যের কথা বলছেন ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে নতুন চক্রান্ত শুরু হয়েছে। খালেদা জিয়ার দল বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে জ্বালাও-পোড়াও করে ব্যর্থ হয়ে এখন বাংলাদেশে বসবাসরত বিদেশীদের টার্গেট করে হত্যা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এই হত্যাকা-ের বিরুদ্ধে সারাদেশের জনগণ জেগে উঠেছে। ষড়যন্ত্রকারীদের মনে রাখা উচিত, দেশের জনগণ যেকোন কঠিন পথ অতিক্রম করতে পারে। কারণ আমরা বিজয়ী জাতি। কোন অশুভশক্তির কাছে বাঙালী পরাজিত হতে পারে না। ভয়কে জয় করার ঐতিহ্য আমাদের রয়েছে। বৃহস্পতিবার বিকেলে গণআজাদী লীগের নতুন কার্যালয় (৫০, পুরানা পল্টন, দৈনিক সংবাদের বিপরীত পাশে) উদ্বোধন ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, মানুষ হত্যা কোন ধর্মই সমর্থন করে না। অথচ ইসলামের নামে জঘন্য মিথ্যাচার করে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। বিএনপির সঙ্গে ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে কোন ঐক্য হবে না। ঐক্য জনগণের সঙ্গে হয়ে গেছে। বিএনপির জামায়াতের সঙ্গ ত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির পুরনো প্রেম জেগে উঠেছে। তারা বাইরে বলে এক কথা, ভেতরে অন্য কথা বলে। আর যাদের নিজেদের দলের ঠিকানা নেই, যারা হতাশায় ভুগছেন তারাই ঐক্যের কথা বলছেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জঙ্গীদের জন্য বিএনপি-জামায়াতের দরদ উথলে উঠছে। বিএনপির ঐক্যের ডাককে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, বিএনপি নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য এই বিভ্রান্তি জাতির সামনে স্পষ্ট করে তুলেছে। আসলে খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গীবাদের মদদ দিচ্ছেন। গণ-আজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল এমপি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাৎ হোসেন, গণতন্ত্র মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন প্রমুখ।
×