ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মস্তিষ্কের বিকাশে

প্রকাশিত: ০৫:৩৮, ৫ আগস্ট ২০১৬

মস্তিষ্কের বিকাশে

স্তন্যপান করানোর সঙ্গে শিশুর মস্তিষ্কের বিকাশ ওতপ্রোতভাবে জড়িত। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রিগহ্যাম এ্যান্ড উইমেন’স হাসপাতালের ডিপার্টমেন্ট অব নিউবর্ন মেডিসিনের গবেষক ম্যান্ডি ব্রাউন বেলফোর্ট জানান, ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ভিক্টোরিয়ান ইনফ্যান্ট স্টাডিজে ৩০ সপ্তাহের আগে জন্ম নেয়া ১৮০ শিশুর ওপর গবেষণা চালানো হয়। তাদের এনআইসিইউতে রেখে ২৮ দিন পর্যন্ত নিয়মিত স্তন্যপান করানো হয়। এরপর সাত বছর বয়সে সেই শিশুদের আইকিউ, অঙ্ক করার ক্ষমতা, স্মৃতিশক্তি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, যে শিশুদের বেশি স্তন্যপান করানো হয়েছে তাদের মস্তিষ্কের বিকাশ অন্যদের তুলনায় বেশি হয়েছে। তাই শিশুকে স্তন্যপান করাতে না চাওয়া মায়েদের চিকিৎসকরা বলেছেন, অন্তত ২৮ দিন পর্যন্ত স্তন্যপান অবশ্যই করান। জার্নাল অব পেডিয়াট্রিকসে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল। -ওয়েবসাইট
×