ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধীদের মতো জঙ্গীদেরও বাঁচাতে পারবেন না খালেদা ॥ ইনু

প্রকাশিত: ০৬:২৫, ৪ আগস্ট ২০১৬

যুদ্ধাপরাধীদের মতো জঙ্গীদেরও বাঁচাতে পারবেন না খালেদা ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩ আগস্ট ॥ যুদ্ধাপরাধীদের মতো জঙ্গী ও সন্ত্রাসীদের বিএনপি ও খালেদা জিয়া বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জঙ্গীদের বিরুদ্ধে দেশের জনগণের মধ্যে ব্যাপক ঐক্য তৈরি হয়েছে। এর মধ্যেও বিএনপি ও খালেদা জিয়া বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। বঙ্গবন্ধুর খুনীদের মতো জঙ্গীরাও স্বঘোষিত খুনী। তাই জঙ্গীর পরিচয় ও দমনের কৌশল নিয়ে যতই বিভ্রান্তিকর বক্তব্য দিক না কেন, তাতে লাভ নেই। খালেদা জিয়া তাদের বাঁচাতে পারবে না। বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী এক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি দেশে এখন জঙ্গীবিরোধী যে যুদ্ধ চলছে সে যুদ্ধে জঙ্গী এবং তাদের দোসর ছাড়া সরকার, প্রশাসন এবং জনগণের মধ্যে ব্যাপক ঐক্য হয়েছে। জঙ্গীরা ছাড়া সারাদেশ এখন এক কাতারে। মন্ত্রী আরও বলেন, নিরপরাধ জনগণকে রক্ষার জন্য সরকার জঙ্গী ছাড়া আর কারও গায়ে হাত দিচ্ছে না। জঙ্গীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা হক রিনার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম প্রমুখ। সিলেটে ভার্সিটি ছাত্র মুন্না ৭ দিনের রিমান্ডে স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুব ইকবাল মুন্নাকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বুধবার মুখ্য মহানগর হাকিম-১ এর আদালতে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার রাতে দেশ ছেড়ে মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয় মাহবুব ইকবাল মুন্না। পরদিন রবিবার তাকে সিলেটে নিয়ে আসা হয়। লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহবুব ইকবাল মুন্না সিলেট মহানগরীর খাসদবির বন্ধন আবাসিক এলাকার এফ-১ নং বাসার মৃত আবদুল বাছিরের ছেলে। মাহবুব ইকবাল মুন্নার বিরুদ্ধে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। নেত্রকোনায় জামায়াত নেতা আটক নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩ আগস্ট ॥ জামায়াতে ইসলামীর খালিয়াজুরি উপজেলা শাখার আমির ইসমাইল হোসেনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর গ্রামের মধ্যপাড়া থেকে তাকে আটক করে। খালিয়াজুরি থানার ওসি শওকত আলী জানান, নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়।
×