ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন

দুই পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৫:৫৪, ৩ আগস্ট ২০১৬

দুই পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ আগস্ট ॥ পৈত্রিক সম্পত্তির ঘর থেকে পুলিশের নেতৃত্বে সন্ত্রাসী নিয়ে মারধর করে বের করে দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জগদীশ চন্দ্র বেপারির পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এ সংক্রান্ত লিখিত বক্তব্য পাঠ করেন জগদীশ বেপারির ছেলে দ্বীজেন বেপারি। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, লতাচাপলী মৌজার আলীপুর মৎস্য বন্দরে তার দাদা তিন একর ৫৩ শতক জমি ক্রয় করেন। ওই জমি তারা ’৯৫ সালে দুই একর ৮২ শতক আব্দুল মান্নান খানের কাছে বিক্রি করেন। বাকি ৭০ শতক জমি স্থানীয় বিষ্ণু কর্মকার, ইউসুফ মুসল্লি, ওছমান, আহসান, জালাল মাস্টার ও শহীদ জবর দখল করে নেয়। এক পর্যায়ে বাড়িঘর থেকে বের করে দেয়া হয়। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে দু’টি পরিবারের লোকজন ঘুরছেন পথে পথে। দ্বীজেন ছাড়াও সাংবাদিক সম্মেলনে তার মা শিশু বালা, চাচী স্মৃতি কনা, ভাই সুমন বেপারি, সুজন বেপারি, হৃদয় বেপারি, ভাইয়ের স্ত্রী মিথু রানীসহ শিশু সন্তানরা উপস্থিত ছিলেন। মামলায় জর্জরিত সহস্রাধিক মানুষ গ্রাম ছাড়া ইউপি নির্বাচনে সহিংসতা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২ আগস্ট ॥ কালকিনি উপজেলার আলীনগর, সিডিখান ও সাহেবরামপুর ইউনিয়নে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় হামলা ও মামলায় জর্জরিত হয়ে পালিয়ে বেড়াচ্ছে সহস্র্রাধিক গ্রামবাসী। পালিয়ে থাকা পুরুষদের বাড়িতে ফিরিয়ে আনতে নারীরা বিক্ষোভ করেছেন। মারামারি হানাহানি পরিহার করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চায় তারা। কিন্তু তাদের স্বাভাবিক জিবনে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্ধশতাধিক মামলা ও প্রতিপক্ষের হামলার ভয়। আর গ্রেফতার আতঙ্ক ও হামলার ভয়ের কারণে গ্রামগুলো পুরুষশূন্য হয়ে পড়ায় কাজ করতে না পারায় ক্ষেতের পাট ও আউশ ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে। তবে পালিয়ে বেড়ানো গ্রামবাসীদের গ্রামে ফিরিয়ে আনার ব্যাপারে আলীনগর এলাকার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বলেন, ‘পালিয়ে থাকা গ্রামবাসীদের গ্রামে আনার সহজ পন্থা হচ্ছে সামাজিক ভাবে বিবেচনা করে মামলাগুলো প্রত্যাহার করা এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সকল সমঝোতা মানতে রাজি আছি। তবে প্রতিপক্ষ যদি এতে সাড়া দেয় তবে গ্রামবাসীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। দুর্গত মানুষের পাশে থাকা মানবিক দায়িত্ব ॥ এমিলি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, দুর্গত মানুষের পাশে থাকা মানবিক দায়িত্ব। সরকার বানভাসি মানুষের পাশে রয়েছে। তিনি বিত্তবানদেরও বন্যার্তদের কষ্ট লাঘবে অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। তাই জনগণের যে কোন কষ্টে প্রধানমন্ত্রী সময়োপযোগী সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র সময় ক্ষেপণ করেন না। তাই ঐক্যবদ্ধভাবে যে কোন পরিস্থিতি সহজে মোকাবেলা সম্ভব হচ্ছে। তিনি মঙ্গলবার বিকেলে লৌহজং উপজেলার কনকসার বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন। তিনি দুর্গত পরিবারগুলোর মাঝে চাল ও পানি বিশুদ্ধ করণ ট্যাবেল বিতরণ করেন। এ সময় আরও বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান, আব্দুল রশিদ সিকদার প্রমুখ। কৃষি প্রযুক্তিমেলা নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২ আগস্ট ॥ ‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ; অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশি খান’ এই স্লোগান বাস্তবায়নে ১৫ দিনব্যাপী নোয়াখালী বৃক্ষরোপণ অভিযান, ফলদ বৃক্ষ ও কৃষি প্রযুক্তিমেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহর মাইজদীতে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার ইলিয়াছ শরীফ। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনাসভায় মিলিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। দুর্যোগ প্রতিরোধে সেমিনার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপজেলা পর্যায়ে জলোচ্ছ্বসবিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দিনব্যাপী সেমিনার মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়েছে। আগৈলঝাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়। উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিম সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার ব্যাকী ত্রিপুরা। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সোয়েব ইমতিয়াজ লিমন প্রমুখ।
×