ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অলিম্পিক দল নিয়ে আশাবাদী মোদি

প্রকাশিত: ০৫:৫৭, ১ আগস্ট ২০১৬

অলিম্পিক দল নিয়ে আশাবাদী মোদি

স্পোর্টস রিপোর্টার ॥ দোরগোড়ায় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেরিওতে শুরু হতে যাওয়া এবারের আসরে ১১৯ এ্যাথলেট প্রেরণ করেছে এশিয়ার শক্তিশালী দেশ ভারত। যা এযাবতকালের ইতিহাসে ভারতের সর্বোচ্চ এ্যাথলেটদের নিয়ে গড়া দল। ব্রাজিলের রিও অলিম্পিকে দেশের গৌরব বৃদ্ধি করতে মরিয়া দেশটির ক্রীড়াবিদরা। এ বিষয়ে আশাবাদী ভারতের ক্রীড়াপ্রেমিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। রবিবার নয়াদিল্লীর দয়ান চাদ জাতীয় স্টেডিয়ামে রিওতে অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক এ্যাথলেট পাঠানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয়দের বিষয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেছেন মোদি। যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এ্যাথলেটদের অনুপ্রেরণা দেন। সেই সঙ্গে জানান দিয়ে দেন যে, অলিম্পিকে গৌরব অর্জনে তাদের পাশেই আছেন। নরেন্দ্র মোদির বিশ্বাস, শুধু অলিম্পিকের পদক নয় ভারতীয় এ্যাথলেটরা বিশ্বের মানুষের হৃদয়ও জয় করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এ্যাথলেটরা যখন যায় তখন শুধু মাঠেই যে দৃশ্যমান থাকবে তা নয় বরং তাদের আচার ব্যবহারের মাধ্যমেও নিজেকে বিভিন্নভাবে মেলে ধরবে। আমি এ বিষয়ে খুবই আশাবাদী যে, অলিম্পিক গেমসে আমাদের ক্রীড়াবিদরা তাদের ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়কে জয় করবে। সেই সঙ্গে তারা বিশ্বব্যাপী ভারতের ইতিহাস ঐতিহ্যকেও পরিচয় করিয়ে দেবে।’ শত বছর ধরেই অলিম্পিক গেমসের সঙ্গে সম্পৃক্ত ভারত। তবে এবারই সর্বোচ্চ ১১৯ ক্রীড়াবিদ প্রেরণ করেছে রিও অলিম্পিকে। আর তাদের নিয়ে দারুণ আশাবাদী নরেন্দ্র মোদি। ক্রীড়াবিদদের জন্য এবার বিশেষ ধরনের ব্যবস্থা নিয়েছে দেশটির অলিম্পিক ফেডারেশন। এ বিষয়ে মোদি বলেন, ‘অলিম্পিক গেমসের সঙ্গে ভারত ১০০ বছর ধরেই সম্পৃক্ত। কিন্তু এবারই রিওতে আমরা ১১৯ এ্যাথলেট পাঠাতে সক্ষম হয়েছি। এ সময়ে তাদের ডায়েট এবং অনুশীলনের জন্য বিশেষ বাজেটও বরাদ্দ করে দিয়েছি।’ রিও অলিম্পিক শুরুর আগে কম বিতর্কের মধ্যে জড়ায়নি স্বাগতিক দেশ ব্রাজিল। জিকা ভাইরাস, নিরাপত্তা সংক্রান্ত নানান বিষয়ের জন্যই এবারের অলিম্পিক বেশ আলোচিত। তবে সমগ্র বিশ্ব থেকে আগত এ্যাথলেটদের পাশে থাকবে ভারত। এ প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ‘সারা বিশ্ব থেকে অসংখ্য এ্যাথলেট ব্রাজিলে আসবেন। তাদের উদ্দেশে আমি বলতে চাই, ভারতের ১২৫ কোটি মানুষ আপনাদের পাশে আছে।’ ডোপিং কেলেঙ্কারির জন্য রিও অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়ার ট্র্যাক এ্যান্ড ফিল্ডের এ্যাথলেটরা। যা কাঁপিয়ে তুলেছে গোটা বিশ্বকেই। ডোপ পাপীদের দলে আছেন ভারতের নারসিংহ যাদবও। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে শেষ পর্যন্ত তাকে রেখেই অলিম্পিকের দল ঘোষণা করে ভারত।
×