ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নকল মবিল তৈরির দায়ে ৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৩৭, ৩১ জুলাই ২০১৬

নকল মবিল তৈরির দায়ে ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় তিন নকল মবিল তৈরির কারখানার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এ আদেশ প্রদান করেন। প্রতিষ্ঠানগুলোর মালিক আবদুল আজিজ হাওলাদারকে এ টাকা জরিমানা করার পর তা সিলগালা করা হয়। র‌্যাব জানিয়েছে, দীর্ঘ চার বছর ধরে ডেমরার সামাদনগর ও মাতুয়াইলের এ কারখানায় নকল মবিল তৈরি করা হচ্ছিল । কেরোসিন, পোড়া মবিল ও পলিমার মিশিয়ে তৈরি করা এ মবিল বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নামে বোতলজাত করে রাজধানীসহ সারাদেশে বাজারজাত করা হতো। আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান- এখানে কেরোসিন তেলের সঙ্গে প্লাস্টিক পলিমার ও ব্যবহৃত পোড়া মবিল তেল বড় আকারের কড়াইতে গরম করে উৎপাদন করা হয় ভেজাল মবিল। এ পণ্য বিদেশী ব্র্যান্ডের ড্রামে ভর্তি করে অপেক্ষাকৃত কম মূল্যে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইউনিট হিসেবে বিক্রয় করা হতো।
×