ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যাচেলরদের বাসা ভাড়া না দেয়ার কোন নির্দেশ পুলিশ দেয়নি

প্রকাশিত: ০৮:০২, ৩১ জুলাই ২০১৬

ব্যাচেলরদের বাসা ভাড়া না দেয়ার কোন নির্দেশ পুলিশ দেয়নি

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী আতঙ্কে রাজধানীতে মেস ভাড়া নিয়ে বিপাকে পড়া ব্যাচেলরদের উদ্দেশে মুখ খুলেছে ডিএমপি। ব্যাচেলরদের বাসা বা মেস ছাড়ার বিষয়ে বাড়িওয়ালাদের কোন নির্দেশ দেয়নি পুলিশ। তবে ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ তথ্য রাখতে বলা হয়েছে। শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান এ তথ্য জানান। গত সোমবার রাতে কল্যাণপুরের একটি ব্যাচেলর বাসায় জঙ্গী আস্তানার খোঁজে ওই এলাকায় ব্যাচেলরদের বাসা ভাড়া নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া পুরো রাজধানীতেই ব্যাচেলরদের ভোগান্তির কথা শোনা যাচ্ছে। অনেককেই বাড়ি ছাড়ার নোটিস দিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মাসুদুর রহমান বলেন, ভাড়াটিয়া ভাড়াটিয়াই, কে ব্যাচেলর, কে বিবাহিত; সেটা বড় কথা নয়। মূল বিষয়টা হলো ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে রাখা। ব্যাচেলরদের বাসা থেকে নামিয়ে দিতে বা বাড়ি ছাড়ার নোটিস দিতে কোনরকম নির্দেশ দেয়া হয়নি। বাড়ির মালিক কাকে ভাড়া দেবেন নাকি দেবেন না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা শুধু চাই সবার নিরাপত্তা নিশ্চিত করতে। যেসব জায়গায় এখন পর্যন্ত জঙ্গী আস্তানা পাওয়া গেছে সেখানেই বিস্ফোরক পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, এগুলো বিস্ফোরিত হলে জঙ্গীরা যেমন ক্ষতিগ্রস্ত হতো তেমনি প্রতিবেশীরাও। এজন্যই বাড়িওয়ালাদের বলেছি, পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে রাখুন। পুরো রাজধানী শহরেই ‘ব্লক রেইড’ চলছে। রেইডের সময় বাসা ও মেসবাড়িতে বাসিন্দাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া হচ্ছে। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি, এ নিয়ে তাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাসুদুর রহমান বলেন, জাতীয় পরিচয়পত্র সঙ্গে না থাকলে জন্মসনদ বা স্থানীয় চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ সঙ্গে রাখবেন। ভাড়াটিয়াদের ফরম জমা নেয়ার পর পুলিশ কোন রিসিভ কপি দিচ্ছে না। এগুলো হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পরে বাড়িওয়ালার ওপর দোষারোপ হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জমা নেয়ার পর তথ্য যাচাইবাছাই শেষে প্রত্যেক বাড়িওয়ালাকেই রিসিভ কপি দেয়া হবে।
×