ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী, সন্ত্রাস নির্মূলে সমবায়ীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ জুলাই ২০১৬

জঙ্গী, সন্ত্রাস নির্মূলে সমবায়ীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী ও সন্ত্রাসবাদ নির্মূল করতে সমবায়ীদের প্রতি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহত্তর ঐক্যের ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে সমবায় ব্যাংকের ৩৯তম এজিএম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাঙ্গা। চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মালেক এমপি, আব্দুল আউয়াল এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম আজাদ ও ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন। প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু দেশে সমবায় আন্দোলনের শুভ সূচনা করেন। বর্তমান সরকারের ভিশন ও উন্নয়ন ভাবনা বাস্তবায়নে সমবায় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গ্রামীণ কৃষি ও অকৃষি খাতে জামানতবিহীন সহজ শর্ত ও নামমাত্র মুনাফায় দেশব্যাপী ১০০ সমবায় সমিতিকে প্রায় ১৩ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কৃষক ও ভোক্তার অধিকার সুরক্ষায় সমবায় বিপণন পদ্ধতি চালু করেছে। তিনি সমবায় আইনের কিছু ধারা শিথিল করে সমবায়ীদের সরকারের ঘূর্ণায়মান তহবিল পেতে ও পুরনো কৃষিঋণ মওকুফে সহায়তার আশ্বাস দেন।
×