ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জিম্বাবুইয়ের ব্যাটিং বিপর্যয়

বুলাওয়ে টেস্ট

প্রকাশিত: ০৬:২২, ২৯ জুলাই ২০১৬

বুলাওয়ে টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়েতে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথমদিনেই বিপাকে পড়েছে স্বাগতিক জিম্বাবুইয়ে। বাঁহাতি মিডিয়াম পেসার নিল ওয়াগনারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৬৪ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুইয়ের প্রথম ইনিংস। ক্যারিয়ারসেরা বোলিং করে ওয়াগনার ৪১ রানে ৬ উইকেট শিকার করেন। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুইয়ে। তবে অভিষিক্ত প্রিন্স মাসভরে ও ডোনাল্ড ত্রিপানোর সপ্তম উইকেটে গড়া ৮৫ রানের জুটিতে বড় লজ্জা থেকে বাঁচে তারা। মাসভরে ৪২ এবং ত্রিপানো সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া সিকান্দার রাজা ২২ রান করেন। ওয়াগনার ছাড়া দুটি করে উইকেট নেন টিম সাউদি ও মিচেল স্যান্টনার। দিনশেষে বিনা উইকেটে ৩২ রান তুলেছে সফরকারী নিউজিল্যান্ড। এখনও তারা পিছিয়ে ১৩২ রানে। রিয়াল মাদ্রিদ, বেয়ার্ন মিউনিখের হার স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে হারের তেতো স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ, বেয়ার্ন মিউনিখ ও লিভারপুল। বুধবার যুক্তরাষ্ট্র ও ইউরোপ অঞ্চলের ম্যাচে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে পরাজিত করে ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন। ইতালির ক্লাব এসি মিলান পেনাল্টি শূট আউটে ৫-৩ গোলে পরাজিত করে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখকে। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে অমীমাংসিত থাকে। আরেক ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে পরাজিত করে চেলসি। ব্লুজদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন গ্যারি কাহিল। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেডিয়ামে রিয়াল-পিএসজির ম্যাচে চার গোলই হয় প্রথমার্ধে। ফরাসী মিডফিল্ডার জোনাথন ইকোনের গোলে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়া পিএসজির জয় নিশ্চিত হয় বেলজিয়ামের ডিফেন্ডার টমাস মুনিয়ের পাঁচ মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে। রিয়ালের একমাত্র গোলটি করেন ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলো। ২০১৬-১৭ মৌসুম শুরুর আগে রিয়ালের এটাই প্রথম প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে পিএসজির এটি টানা দ্বিতীয় জয়। আক্রমণভাগের তিন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে ছাড়াই খেলতে নামে রিয়াল। পর্তুগীজ ফরোয়ার্ড রোনাল্ডো ও ওয়েলসের ফরোয়ার্ড বেল ছুটিতে আছেন। তিনবারের বর্ষসেরা ফুটবলারের চোট সমস্যাও আছে। প্রীতি ম্যাচ হওয়ায় ১১ জনের সবাইকেই পরিবর্তন করেন রিয়াল কোচ। অন্যদিকে এডিনসন কাভানি, থিয়াগো সিলভা, জ্যাভিয়ের পাস্টোরেদের নিয়ে প্রথম একাদশ সাজানো পিএসজির কোচ উনাই এমেরি মোট সাত জনের বদলি নামান। ম্যাচ শেষে রিয়াল কোচ জিদান বলেন, আবারও এ রকম ফল আমরা করতে পারি না। আমাদের যা করতে হবে এবং যা করার চেষ্টা করতে হবে তা হলো খেলার সময় আমাদের সর্বস্ব দেয়া। আগামী শনিবার চেলসির বিপক্ষে প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে রিয়াল। বেয়ার্ন-মিলান ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই জয়ের দেখা পেয়ে যেতে পারত এসি মিলান। ৮৯ মিনিট পর্যন্ত তারা এগিয়ে ছিল ৩-২ গোলে। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান বেয়ার্নের তারকা ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও অবশ্য শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে বাভারিয়ানদের। ৫-৩ ব্যবধানে জয় পায় এসি মিলান। নতুন মৌসুম শুরুর আগে ইউরোপিয়ান ফুটবলের সেরা ক্লাবগুলো এখন খেলছে প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ। সেখানে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বেয়ার্ন মিউনিখ ও এসি মিলান। জার্মানি ও ইতালির অন্যতম সেরা এ দুই ক্লাব উপহার দিয়েছে উত্তেজনাপূর্ণ খেলা। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই উত্তেজনা ছড়ান দুই দলের ফুটবলাররা। ২৩ মিনিটে এসি মিলান করে ম্যাচের প্রথম গোল। বেয়ার্নের জালে বল জড়ান মিলানের ফরাসী ফরোয়ার্ড মবায়ে নিয়াং। শুরুতে গোল হজম করলেও বেয়ার্ন ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ২৯ মিনিটে খেলায় সমতা ফেরায় রিবেরির গোলের সুবাদে। আর ৩৮ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ডেভিড সিলভা। দ্বিতীয়ার্ধে আবার শুরু হয় এসি মিলানের দাপট। ৪৯ মিনিটেই খেলার স্কোর হয়ে যায় ২-২। আর ৬১ মিনিটে মিলান ৩-২ গোলে এগিয়ে যায় সেøাভাকিয়ার মিডফিল্ডার জুরাজ কুচকার গোলের সুবাদে। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত এই ৩-২ গোলেই এগিয়ে ছিল মিলান। কিন্তু ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৩-৩ ব্যবধানে সমতা ফেরান বেয়ার্নের তারকা রিবেরি। শেষ পর্যন্ত অবশ্য হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জার্মান পরাশক্তিদের।
×