ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দৃশ্যপট-পাকিস্তানের সীমান্ত শহর ডেরা আদমখেল

আগ্নেয়াস্ত্র যেখানে স্মার্ট ফোনের চাইতে সস্তা!

প্রকাশিত: ০৬:১১, ২৯ জুলাই ২০১৬

আগ্নেয়াস্ত্র যেখানে স্মার্ট ফোনের চাইতে সস্তা!

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ধূলিময় শহর ডেরা আদমখেল শহরের সর্বত্র অনুরণিত হয় আগ্নেয়াস্ত্র থেকে গুলিছোড়ার শব্দ। এ যেন পাকিস্তানের বৃহত্তম অবৈধ অস্ত্র বাজারে চলচ্চিত্রের ফিতায় ধারণ করা শব্দ। এই কালোবাজারে স্ক্র্যাপ লোহা থেকে তৈরি কালাশনিকভ রাইফেল স্মার্টফোনের চেয়েও সস্তা। শিল্পপণ্যের মতো এগুলো দেদারসে বিক্রি হচ্ছে। পেশোয়ার শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে পাহাড়ঘেরা ডেরা আদমখেল অপরাধ কর্মকা-ের ঘাঁটি কয়েক দশক জুড়েই। কালোবাজারি ও মাদক চোরাব্যবসায়ীরা এখানে এক সাধারণ বিষয় এবং অপহৃত গাড়ি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভুয়ো ডিগ্রী পর্যন্ত সব কিছুই পাওয়া গেছে এখানে। এ অবৈধ বাণিজ্য প্রসার পায় ১৯৮০ এর দশকে। মুজাহিদরা তখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানের যুদ্ধের জন্য সীমান্তের এ পাড়ে এখান থেকে অস্ত্র কেনা শুরু করে। পরে পাকিস্তানী তালেবানের দুর্গে পরিণত হয় এ শহর। তারা তাদের কঠিন নিয়ম-কানুন ও সমান্তরাল বিচার ব্যবস্থা প্রয়োগ করে। ২০০৯ সালে তারা পোলিশ প্রকৌশলী পিয়তর স্ট্যাকজ্যাককে শিরñেদ করে। ডেরা এখন অস্ত্র ছাড়া সবকিছু থেকেই পরিচ্ছন্ন। তারপরও বাজারে অস্ত্র নির্মাতারা বলে, এ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে এবং অবৈধ অস্ত্রের প্রতি কর্তৃপক্ষের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার কারণে এ শিল্প মরে যাচ্ছে, যা টিকে ছিল কয়েক দশক ধরে। নকল অস্ত্র উৎপাদনকারী খিতাব গুল (৪৫) বলেছেন, নওয়াজ শরীফের সরকার প্রতিটি স্থানে তল্লাশি চৌকি বসিয়েছেন। ব্যবসা বন্ধ হয়ে গেছে। -ইয়াহু নিউজ
×