ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তারাপুরে বসতভিটা রক্ষার দাবি

প্রকাশিত: ০৪:৪১, ২৮ জুলাই ২০১৬

তারাপুরে বসতভিটা রক্ষার দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজের পাঠদান বা হাসপাতালের সেবাকার্যক্রম ব্যাহত এবং একই সঙ্গে পাঠানটুলা এলাকার তারাপুর মৌজার মানুষের বসতভিটা রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ‘সিলেটবাসী’র ব্যানারে আয়োজিত ‘মেডিক্যাল কলেজ, মদনমোহন কলেজ বিল্ডিং, ধর্মীয় প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। পাঠানটুলার এ কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুপ্রীমকোর্টের আদেশের প্রতি তাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা রয়েছে। বেঁচে থাকার মানবিক তাগিদ থেকেই এলাকাবাসী রাজপথে নামতে বাধ্য হয়েছে। পরিস্থিতির উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করা হয়েছে। বৃহত্তর পাঠানটুলা এলাকার আব্দুর রাজ্জাক খান রাজা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ প্রমুখ। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে কয়েক হাজার চিকিৎসক উপহার দিয়েছে, সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার সুযোগ দিচ্ছে, সাত হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেÑ সেই প্রতিষ্ঠান এবং আমাদের সন্তানের ভবিষ্যত জীবন নিয়ে আজ আমরা চরম অনিশ্চয়তায়। সভায় বৃহস্পতিবার বেলা ১১টায় পাঠানটুলা পয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়। দুই সন্ত্রাসী গ্রুপের গুলি বিনিময় ॥ নিহত ১ নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৭ জুলাই ॥ বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্রাট ও সুমন নামের দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাসুদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজীপুরে রহিম উদ্দিন হাজীবাড়ির সামনে এ গোলাগুলির ঘটনা ঘটে।
×