ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রবিরোধী ও জঙ্গীবাদে লিপ্ত এনজিওর নিবন্ধন বাতিল করা হবে ॥ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪১, ২৭ জুলাই ২০১৬

রাষ্ট্রবিরোধী ও জঙ্গীবাদে লিপ্ত এনজিওর নিবন্ধন বাতিল করা হবে ॥ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিয়ে যদি কোন এনজিও সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে এবং জঙ্গী কর্মকা-ে লিপ্ত থাকে তাহলে সেসব প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে। কোন এনজিও নীতিমালার বাইরে কার্যক্রম করছে কিনাÑ তা কঠোরভাবে মনিটরিং করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তরকালে বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি দেন। সরকারী দলের সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির সম্পূরক প্রশ্নের জবাবে নুরুজ্জামান বলেন, আমি সবেমাত্র এই মন্ত্রণালয়ে যোগদান করেছি। এই মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত হতে আরও সময় লাগবে। কোন এনজিও সরকার ও রাষ্ট্রবিরোধী এবং জঙ্গী কার্যক্রমে লিপ্ত রয়েছে কিনা তা তদন্ত করা হবে, অভিযুক্ত এনজিওর নিবন্ধন বাতিল করব। সরকারী দলের আরেক সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এনজিওগুলো নীতিমালা মানছে কিনা তা বিভিন্নভাবে মনিটরিং করা হবে। কোড অমান্য নির্মিত বিল্ডিংয়ের তালিকা হচ্ছে- গৃহায়ণমন্ত্রী ॥ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, রাজধানীতে বিল্ডিং কোড অমান্য করে যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলোর তালিকা প্রণয়নের কাজ চলছে। তিন মাসের মধ্যে এই তালিকা প্রস্তুত সম্পন্ন হবে। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর একটি লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ঝালকাঠি-২ আসনের সরকারদলীয় সদস্য বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে পূর্তমন্ত্রী সংসদকে জানান, ভূমিকম্প সহনীয় টেকসই ভবন নির্মাণ করা হলে ৯০ শতাংশ মানুষকে দুর্যোগের কবল থেকে সুরক্ষা করা সম্ভব।
×