ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুয়েট ভর্তি পরীক্ষা ৫ নবেম্বর

প্রকাশিত: ০৬:২৮, ২৭ জুলাই ২০১৬

চুয়েট ভর্তি পরীক্ষা ৫ নবেম্বর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডার গ্রাজুয়েট) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ নবেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। চুয়েট রেজিস্ট্রার অফিস সূত্রে জানানো হয়, মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ রফিকুল আলম। উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি ও পুরো কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ হযরত আলী, কমিটির সদস্য স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল, তড়িত ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভুঁইয়া, যন্ত্র কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ মশিউল হক, পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী ও কমিটির সচিব রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক উজ-জামান চৌধুরী। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। গার্মেন্টস মালিকের ওপর সন্ত্রাসী হামলা নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৬ জুলাই ॥ সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার শোভাপুর গ্রামে ‘ইনডেক্স এ্যাপারেলস’ নামক পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, সকালে কারখানার সামনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিরচালক প্রকৌশলী মঞ্জুর আলম বাংলাদেশী বায়ার নিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় সন্ত্রাসীরা রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। সাংবাদিক ফরিদ হোসেনকে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ভারতের নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশনে বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেনকে প্রেস মিনিস্টার করায় তার নিজ জেলা মুন্সীগঞ্জে সংবর্ধনা দেয়া হয়েছে। শ্রীনগর উপজেলার কুকুটয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ফরিদ হোসেনকে এই সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম হোসেন ভূইয়া সভাপতিত্বে এই আয়োজনে আরও বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শিক্ষক আব্দুল লতিফ, চিকিৎসক ডাঃ আব্দুল মালেক ভূইয়া, ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, সাংবাদিক দেলোয়ার হোসেন ও এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন মিশু প্রমুখ। এর আগে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু। চট্টগ্রামে মাদকদ্রব্য উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ পুলিশী অভিযানে ১৪ হাজার ৩৪৫ ইয়াবা ট্যাবলেট ও বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে মোট ৮৬ আসামিকে। সিএমপি সূত্রে জানানো হয়, অভিযানে ইয়াবা ট্যাবলেট ছাড়াও ৮০ লিটার মদ ও ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা দায়ের হয়েছে। এছাড়া পাঁচলাইশ থানা পুলিশ সরকারবিরোধী ৫০টি প্রচারপত্র, ৬০টি প্রেস বিজ্ঞপ্তি, ১০টি ফরম, ৫টি বই, পাহাড়তলী থানা পুলিশ একটি চাপাতি, একটি ছোরা, ৪টি কিরিচ, আকবরশাহ থানা পুলিশ একটি একনালা বন্দুক ও ২টি কার্তুজ উদ্ধার করে। অভিযানে বিভিন্ন অপরাধে ও অভিযোগে ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিও রয়েছে। ভ্রাম্যমাণ আদালতে চারজনের দণ্ড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক দুই পতিতাসহ চারজনকে এক সপ্তাহ করে কারাদ-ের রায় ঘোষণা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক। মঙ্গলবার সকালে দ-প্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়। সংবাদিককে হত্যার হুমকিদাতা আটক নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৬ জুলাই ॥ দৈনিক জনকণ্ঠের বান্দরবান সংবাদদাতা এস বাসু দাশকে জবাই করে হত্যার হুমকিদাতা মাদক বিক্রেতা নজীব উল্লাহকে চোলাইমদসহ আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার মারমাপাড়া এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোলাই মদসহ তাকে আটক করে। গত ২১ মার্চ নাইক্ষ্যংছড়ি হাজী এম এ ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে ফোনে নজীব বলেন ‘বাসু তোর সমস্যা কি। আমি নাইক্ষ্যংছড়ি হাজী এম এ ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজীব। তুই কোথায় থাকিস বল? তোকে জবাই করে হত্যা করব। রামেকে তিন বিক্রয় প্রতিনিধি আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ওষুধ কোম্পানির তিন ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অনির্ধারিত সময়ে চিকিৎসকের সঙ্গে ভিজিটের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের আবদুল হামিদ ও গিয়াস উদ্দিন এবং ডেলটা ফার্মাসিউটিক্যালসের শুকুর ওয়াজ মাহমুদ। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৬ জুলাই ॥ দৌলতপুরে অস্ত্রসহ মোহন ম-ল নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার দৌলতখালী কুমড়িপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি শার্টারগান। সে একই গ্রামের তহিদুল ম-ল ওরফে হাদু ম-লের ছেলে।সংবাদ প্রকাশের পর তদন্তে সত্যতা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জনকণ্ঠে গত ১৭ এপ্রিল ‘বরিশালে যৌতুকের বলি তিন সন্তানের জননী’ শিরোনামে প্রকাশিত সংবাদে স্বামীর অমানুসিক নির্যাতনে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিরিন আক্তার পাখির লাশের ময়নাতদন্ত না করে দাফন করার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল ইসলাম। এ নির্দেশনা পেয়ে জেলার আগৈলঝাড়া থানা পুলিশ তদন্ত করে স্বামীর নির্যাতনেই শিরিন আক্তার পাখির মৃত্যু হওয়ার সত্যতা পেয়েছেন। নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবি নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ জুলাই ॥ বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে তারা এ কর্মসূচী পালন করে। কলেজটি জাতীয়করণের দাবি জানিয়ে মঙ্গলবার শত শত শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সরকারের আমলে ৬ একর জমিতে প্রতিষ্ঠিত নিমসার জুনাব আলী কলেজটি সার্বিক বিবেচনায় জাতীয়করণের তালিকাভুক্তির দাবি রাখে। শিক্ষার্থীদের দাবি বিবেচনার বিষয়ে তিনি স্থানীয় এমপিসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। সিলেটে জামায়াতের সেক্রেটারি আটক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সোয়া ১টায় নগরীর সোবহানীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
×