ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএফইউজে সভাপতি পদের উপনির্বাচনে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৫৯, ২৭ জুলাই ২০১৬

বিএফইউজে সভাপতি পদের উপনির্বাচনে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম/কক্সবাজার ॥ চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান মঙ্গলবার এক আদেশে আগামী ২৯ জুলাই দেশব্যাপী অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে উপনির্বাচনের ভোটগ্রহণের ওপর স্থগিতাদেশ প্রদান করেছেন। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের বহিষ্কৃত ৬ সদস্যের মধ্য থেকে ২ জন যথাক্রমে মোরশেদুর রহমান খোকন ও সাঈদ আলমগীরের পক্ষে এক আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী সুখময় চক্রবর্তী। চট্টগ্রাম প্রথম শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক তথ্য বিজ্ঞপ্তিতে বিএফইউজে মহাসচিব, বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের, সদস্য অশোক কুমার সিনহা, উত্তম চক্রবর্তী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক- এই ৭ বিবাদীকে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য এ নির্বাচন অনুষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
×