ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ডেমোক্র্যাটিক কনভেনশনে ভাষণ, সমর্থন জানালেন স্যান্ডারসও

হিলারিই একমাত্র যোগ্য প্রার্থী ॥ মিশেল ওবামা

প্রকাশিত: ০৩:৪১, ২৭ জুলাই ২০১৬

হিলারিই একমাত্র যোগ্য প্রার্থী ॥ মিশেল ওবামা

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য এমন একমাত্র প্রার্থী বলে জোরালো ভাষায় তার প্রতি অনুমোদন জানিয়েছেন। তিনি হিলারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের আচরণ ও মেজাজেরও তীব্র নিন্দা করেন। তিনি সোমবার ফিলাডেলভিয়ায় ডেমোক্র্যাটিক কনভেনশনে ভাষণ দিচ্ছিলেন। একই কনভেনশনে দলীয় মনোনয়নের জন্য হিলারির এক সময়কার প্রধান প্রতিদ্বন্দ্বী স্যান্ডারসও হিলারির প্রতি দৃঢ় সমর্থন জানান। স্যান্ডারস বলেন, হিলারি অবশ্যই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হবেন। খবর টেলিগ্রাফ ও এনডিটিভির। তুমুল হর্ষধ্বনির মধ্যে মিশেল বলেন, এ নির্বাচনে আমি কেবল একজনকেই দায়িত্ব দিয়ে বিশ্বাস করি, একজনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার মতো সত্যিকারের যোগ্য বলে আমি মনে করি এবং তিনি হলেন আমাদের বন্ধু হিলারি ক্লিনটন। মিশেল বলেন, এ নির্বাচনে আমি তার সঙ্গে থাকব। তিনি তার স্বামীর প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারিকে একজন যোগ্য ইস্পাত কঠিন রাজনীতিক হিসেবে চিত্রিত করেন। তিনি বলেন, হিলারি কখনও হঠকারী সিদ্ধান্ত নেন না। মিশেল বলেন, হিলারির কারণেই আমার মেয়েরা এবং আমাদের ছেলে ও মেয়েরা আজ ধরে নিতে পারছে যে, একজন নারীও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন। তার উষ্ণ বক্তৃতা ও চমৎকার বাচনভঙ্গি কনভেনশনের পরিবেশকে শান্ত করে এবং দলের মধ্যে ঐক্যভাব ফিরিয়ে আনে বলে মনে হয়। কনভেনশনের প্রথম দিন বক্তারা হিলারির প্রতি সমর্থন জানানোর সময় স্যান্ডারসের কট্টর সমর্থনকারীরা এই বিদ্রুপ ধ্বনি করলে সেই ঐক্য অনেকাংশে ক্ষুণœœ হয়েছিল। ফার্স্টলেডি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারের সেøাগান ‘আমেরিকাকে আবার মহান করুন’ তাকে লক্ষ্য করে তার পরোক্ষ সমালোচনা করেন। মিশেল বলেন, এ দেশ মহান নয়- একথা কাউকে বলতে দেবেন না। কারণ ঠিক এখনই এটি পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। স্যান্ডারস তার ভাষণে বলেন, আমাদের এমন নেতৃত্ব দরকার যা আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করবে এবং আমাদের আরও শক্তিশালী করবে। আমরা এমন নেতৃত্ব চাই না, যা ল্যাটিনো, মেক্সিকান মুসলিম নারী ও আফ্রিকান-আমেরিকানকে অপমান করে। স্যান্ডারসকে দু’মিনিট ধরে করতালির মধ্য দিয়ে মঞ্চে স্বাগতও জানানো হয়। স্যান্ডারস বলেন, আমাদের বিধিতত্ত্বই যে আমাদের শক্তির অন্যতম উৎস তা হিলারিই বুঝতে পারেন। হিলারি এক অসাধারণ প্রেসিডেন্ট হবেন এবং আমি আজ রাতে তার পাশে দাঁড়িয়ে গর্বিত। তিনি তখনও হিলারিকে সমর্থন করতে তার ভক্তদের প্রতি আহ্বান জানান, তখন তার প্রতি ‘দূর-দূর’ ধ্বনি করা হয়। উত্তেজনা হলের মেঝে থেকে মঞ্চেও ছড়িয়ে পড়ে।
×