ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈচিত্র্য আনতে গিয়েই ইনজুরিতে মুস্তাফিজ ॥ সুজন

প্রকাশিত: ০৬:৩৩, ২৬ জুলাই ২০১৬

বৈচিত্র্য আনতে গিয়েই ইনজুরিতে মুস্তাফিজ ॥ সুজন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের পর থেকেই টানা খেলার মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান। দেশে-বিদেশে খ্যাতি ছড়িয়ে পড়তে তেমন সময়ই লাগেনি। এ কারণে তাকে দলে নিতে আগ্রহ সব দেশেরই নামী টুর্নামেন্টগুলোর ক্লাবসমূহ। তবে টানা প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেয়ার কারণে মাঝেমাঝেই ছোটখাটো ইনজুরিতে পড়ছেন বাংলাদেশের এ বাঁহাতি পেস বিস্ময়। ইংল্যান্ড কাউন্টি খেলছেন বর্তমানে সাসেক্স শার্কসের হয়ে। দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছেন ‘কাটার বয়’ মুস্তাফিজ। বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন দাবি করলেন নিজের এ্যাকশনে বৈচিত্র্য আনতে চাওয়া এবং নতুন কিছু করার চেষ্টা থেকেই ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। তবে ইংল্যান্ডে চিকিৎসার ভাল ব্যবস্থা থাকায় আপাতত মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনার কোন চিন্তা নেই বলে জানিয়েছেন সুজন। রবিবার রয়্যাল লন্ড ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল মুস্তাফিজের। ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে অভিষেকেই ২৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়ে চমকে দেন এ তরুণ পেসার। অবশ্য পরের ম্যাচে সুবিধা করতে পারেননি। কিন্তু ওয়ানডেতে নামার কথা ছিল তার। তবে অনুশীলনের সময় কাঁধে আঘাত পান তিনি। তাই আর খেলা হয়নি। যদিও সাসেক্স থেকে দাবি করা হয়েছে ইনজুরি তেমন মারাত্মক কিছু নয়। এ বিষয়ে সুজন বলেন, ‘আজকে (সোমবার) এক বিশেষজ্ঞকে দেখাবে মুস্তাফিজ। যেহেতু ইংল্যান্ডে আমাদের থেকে আরও ভাল চিকিৎসা ব্যবস্থা আছে তাই আমরা এ সুযোগটা হাতছাড়া করব না। ও হালকা একটা ব্যথা অনুভব করছে সেটাই আমি জানি। আমাদের ওইভাবে বলা আছে যদি হালকা ব্যথা থাকে সেই ব্যথা নিয়ে খেলবে না। স্ক্যান বা এমআরআই যাই করাবে সেটা করার পর জানা যাবে ইনজুরিটা কেমন, সেরে উঠতে কত সময় লাগবে? কিন্তু এখনই দেশে আনার কথা ভাবছি না। যদি বড় কোন ইনজুরিও হয় তাহলে আমার মতে বোর্ডেরও উচিত ওইখানে রেখে ইনজুরিটা একেবারে সারিয়ে আনা উচিত।’ সুজন জানিয়েছেন ইনজুরি মুক্ত হওয়ার দায়-দায়িত্ব সাসেক্সই নেবে। কারণ মুস্তাফিজ এখন তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়। হেলথ ইন্স্যুরেন্সও আছে। তবে খেলোয়াড়দের কিছুদিন পরপরই ইনজুরিতে পড়া এখন বাংলাদেশ দলের জন্য ধারাবাহিক ঘটনা হয়ে গেছে। এ বিষয়ে সুজন বলেন, ‘মুস্তাফিজ নতুন একটা পরীক্ষা-নিরীক্ষা করতে চেয়েছিল বোলিংয়ে, ওত নতুন নতুন কিছু শিখতে চায় ব্যথাটা হয় তো সেখান থেকেও আসতে পারে। আপনি যদি গত বছরটা দেখেন লম্বা একটা মৌসুম কাটিয়েছে। মানসিক চাপ অনেক ছিল। মানসিক চাপ থেকে শারীরিক চাপটা আসে আসলে। আপনি যখন বড় খেলা খেলবেন ছোটখাটো চোট হবে, আঙ্গুলে লাগবে, পায়ে লাগবে, ছোট ছোট ব্যথা হবে- এটা ক্রিকেটারদের হবেই।’ সুজন দাবি করেন ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার পর পুনর্বাসনের কাজটা বেশ ভালভাবেই চলে। ভালমানের নতুন এক ফিজিও পাওয়ার প্রত্যাশা তার। এ বিষয়ে সুজন বলেন, ‘মুস্তাফিজের বিষয়টা একটু আলাদা ছিল। ও হঠাৎ করেই এসে একটু বেশি বোলিং করে ফেলেছে। প্রাপ্তির প্রত্যাশা, মানসিক চাপ বা ও যেভাবে সেøায়ারগুলো মারে- নতুনত্ব আনতে গিয়ে হয়েছে। ও জানে আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে প্রতিদিন আপনাকে কেউ মনিটর করছে, আপনার বোলিং সম্পর্কে কিছু জানছে। সেজন্য ছোটখাটো পরিবর্তন আনতে চায়।’
×