ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তারেকের রায় রাজনৈতিকভাবে মোকাবেলার সুযোগ নেই ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৩২, ২৫ জুলাই ২০১৬

তারেকের রায় রাজনৈতিকভাবে মোকাবেলার সুযোগ  নেই ॥ হানিফ

সংসদ রিপোর্টার ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থপাচার মামলায় সাত বছর কারাদ-ের ইস্যু নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দেশবাসী তার জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে জনগণ শক্ত হাতে বিশৃঙ্খলা প্রতিহত করবে। রবিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে শোকের মাস আগস্টে দলীয় কর্মসূচী নির্ধারণের জন্য আয়োজিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘তারেক রহমানের সাজার বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলা করা হবে’Ñ মর্মে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ আরও বলেন, ‘তারেক একজন অপরাধী। অপরাধীকে আইনের মাধ্যমেই নির্দোষ প্রমাণের চেষ্টা করতে হবে। তারেক রহমানের মামলার রায় রাজনৈতিকভাবে মোকাবেলার কোন সুযোগ নেই। বিএনপি যদি তারেক রহমানকে নির্দোষ মনে করে, আইনী লড়াইয়ের চেষ্টা করে দেখতে পারে। তিনি বলেন, আইনী লড়াই বাদ দিয়ে রাজনৈতিকভাবে লড়াইয়ের ঘোষণা দিয়ে মাঠে নেমে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তারা ভুল করবে। তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে এ রায় দেয়া হয়েছে বলে বিএনপি অভিযোগের বিষয়ে হানিফ বলেন, তারেক নিজেই মুচলেকা দিয়ে রাজনীতি থেকে দূরে সরে গেছেন। তাকে কে বিদেশ পাঠিয়েছে? তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তিনি এখনও দেশে এসে মোকাবেলা করতে পারেন। এ মামলায়ও (অর্থপাচার) তার আপীলের সুযোগ আছে। তারেক রহমানের যদি সৎসাহস থাকে, তাহলে আইনী লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। জঙ্গী হামলার প্রতিবাদে মঙ্গলবার ২০ দলীয় জোটের শরিক জামায়াতের বিক্ষোভ কর্মসূচীর বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে হানিফ বলেন, জামায়াত নামে কোন রাজনৈতিক সংগঠন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এরা বহু আগে আঁস্তাকুড়ে চলে গেছে। মাটির নিচে চলে গেছে। এ ধরনের কর্মসূচীর নামে কেউ যদি রাস্তায় নামে তার উচিত শিক্ষা জনগণ দেবে। জামায়াতের নিষিদ্ধের আইনী প্রক্রিয়ার ফলাফল শীঘ্রই জনগণ জানতে পারবে বলেও জানান তিনি। আওয়ামী লীগের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রতিটি জেলা-উপজেলায় কমিটি গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি জেলায় সভাও হয়েছে। ১৪ দলসহ দেশের সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করা হচ্ছে এ জন্য একটু দেরি হচ্ছে। দু-তিন দিনের মধ্যে সন্ত্রাসবিরোধী কমিটির পূর্ণাঙ্গ তালিকা দেয়া সম্ভব বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচী ঘোষণা করেন হানিফ। কর্মসূচীর মধ্যে রয়েছেÑ ১ আগস্ট স্বেচ্ছাসেবক লীগের রক্তদান কর্মসূচী, ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, ৭ আগস্ট ঢাকা দক্ষিণ ছাত্রলীগের ছাত্র সমাবেশ, ৮ আগস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নানা কর্মসূচীর মধ্যে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী সারাদেশে কাঙালিভোজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ-দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান। ২১ আগস্ট কালো দিবস (গ্রেনেড হামলা) উপলক্ষে আলোচনা সভা, ২৪ আগস্ট আইভি রহমান স্মরণে মিলাদ-মাহফিল এবং ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও স্মরণ সভা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার, যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আকতার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
×