ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপা পৌর নির্বাচন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নারী কাউন্সিলর নির্বাচিত

প্রকাশিত: ০৩:৫৯, ২৪ জুলাই ২০১৬

 বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নারী কাউন্সিলর নির্বাচিত

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল ইসলাম রনো ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মুঃ মামুন আজাদ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শুক্রবার বিকেলে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান। মেয়রপদে বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়ানোয় এখন এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আবদুল ওহাব খলিফা ও বিএনপির আবু তালেব মিয়া। এদিকে মহিলা সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাহিমা বেগম মনোনয়ন প্রত্যাহার করায় আঞ্জুমান আরা বেগম বেসরকারীভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ সাধারণ কাউন্সিলর পদে ৬ নম্বর ওয়ার্ডের মুঃ তারিকুর রহমান জাফর ও ৯ নম্বর ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।এখন সাধারণ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার মেয়র, সাধারণ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে এবং এর মধ্যে দিয়ে প্রার্থীরা পুরোদমে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন। উল্লেখ্য, আগামী ৭ আগস্ট গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
×