ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের চাঁদাবাজী ॥ ব্যবসায়ীর বাড়িতে তালা

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ জুলাই ২০১৬

পুলিশের চাঁদাবাজী ॥ ব্যবসায়ীর বাড়িতে তালা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ জুলাই ॥ চাঁদার টাকা না পেয়ে এবার ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে এক পুলিশ কর্মকর্তা। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ওই বাড়ি থেকে টেনেহিঁচড়ে সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ কর্মকর্তা। শুক্রবার গভীর রাতে পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় ব্যবসায়ী লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী লাল মিয়া মাদবরের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি বাড়ির ভাড়াটের সঙ্গে বাগ্বিত-ার জের ধরে ওই ভাড়াটের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মীমাংসার কথা বলে তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই সুমন ফকির তাদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। অন্যথায় অন্য মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেন। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশ ও বহিরাগত সন্ত্রাসী নিয়ে গভীর রাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে জানালার কাচসহ ঘরের ভেতর ব্যাপক ভাংচুর করে। এ সময় বাড়িতে কোন পুরুষ না থাকায় ঘর থেকে শিশু ও নারীদের টেনেহিঁচড়ে বের করে দেয়া হয়। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও লুট করে ঘরে তালা ঝুলিয়ে চলে যায়। স্থানীয়রা এগিয়ে এলে পুলিশ কর্মকর্তাসহ তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের এ তা-বে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরে তালা ঝুলিয়ে দেয়ায় শিশু শিক্ষার্থীদের চলমান পরীক্ষা দেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। মোটর চালু করতে না পারায় পানি নিয়ে বিপাকে পড়েছে ওই বাড়ির ভাড়াটেরা। পুলিশের এমন আচরণে উত্তেজিত এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, পুলিশ যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে, সেখানে সেই পুলিশ কিভাবে হামলা ও লুটপাট চালায়। এসআই সুমন ফকির তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেন। সাভার মডেল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×