ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী নির্মূলে প্রতিরোধ

প্রকাশিত: ০৩:৫৪, ২৪ জুলাই ২০১৬

জঙ্গী নির্মূলে প্রতিরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গী হামলার প্রতিবাদে শনিবারও মানববন্ধন, সমাবেশ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এসবের আয়োজন করে। এতে বক্তারা সন্ত্রাস নির্মূলে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম ॥ শনিবার চট্টগ্রামে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে জঙ্গীবাদ প্রতিরোধে মিছিল সমাবেশ হয়েছে। এসব সমাবেশের একটিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে অগ্রণী ভূমিকা পালনের জন্য বিএনসিসি ক্যাডেটদের এগিয়ে আসার আহ্বান জানান। অপরদিকে সকালে শহীদ মিনার প্রাঙ্গণে সরকারী সিটি কলেজের অধ্যক্ষ ঝর্না খানম জঙ্গীবাদবিরোধী প্রতিবাদী এক সমাবেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার স্লোগানে মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের ছাত্রসমাজ যুদ্ধে অংশ নিয়েছিল। এখন এ ছাত্রসমাজের জঙ্গীবাদবিরোধী ভূমিকা রাখার সময় এসেছে। তিনি স্লোগানটিকে ঘুরিয়ে বলেন, এখন যৌবন যার জঙ্গীবাদ প্রতিরোধের শ্রেষ্ঠ সময় তার।’ এর আগে সকালে এমএ আজিজ স্টেডিয়াম চত্বরে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে মেয়র আ জ ম নাছির বলেন, দেশের বিভিন্ন এলাকায় জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদে বিশ্বাসী উগ্রপন্থীরা হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে তরুণ ক্যাডেটরা উজ্জীবিত হয়েছে। অনুষ্ঠানে কর্ণফুলী রেজিমেন্ট্রের কমান্ডার লে. কর্নেল মো. শফিকুর রহমান ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বক্তব্য রাখেন। সিলেট ॥ সন্ত্রাস, জঙ্গীবাদ এবং নিরীহ ও সাধারণ মানুষের নির্বিচারে হত্যার প্রতিবাদ এবং এ সকল কার্যক্রমের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, সিলেট ও স্থানীয় সুশীল সমাজের উদ্যোগে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সংগঠনের সভাপতি মোহিত লালধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুসরাত হাসিনা শম্পার পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট স্বর্ণাকার সমিতির সহ-সভাপতি সামেন্দ্র কুমার সিংহ, রবীন্দ্র পাত্র, লক্ষ্মীকান্ত সিংহ, যোগেশ্বর সিংহ অপু প্রমুখ। ময়মনসিংহ ॥ জঙ্গীবাদ দমন ও প্রতিরোধে রাস্তায় নেমে এসেছে নানা শ্রেণী পেশার মানুষ। শনিবার সকালে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ নাগরিক আন্দোলনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই মানববন্ধনে যোগ দেয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ। বক্তব্য রাখেন এ্যাডভোকেট আনিসুর রহমান, এ্যাডভোকেট এএইচ খালেকুজ্জামান, অধ্যাপক রিয়াজুল ইসলাম, আতিকুর রহমান, কমান্ডার আব্দুর রব, এমদাদুল হক মিল্লাত, এহতেশামুল আলম, ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, মোয়াজ্জেম হোসেন, খন্দকার শরিফ উদ্দিন, মনিরা সুলতানা। চাঁদপুর ॥ সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় এই মানববন্ধনের আয়োজন করে সাপ্তাহিক চাঁদপুর কাগজ। অংশ গ্রহণ করেন ফরক্কাবাদ ডিগ্রী কলেজ, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ও ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান। নাটোর ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন এবং সমাবেশ করেছে কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন সংগঠন। শনিবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন সাহা প্রমুখ। অপরদিকে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ কর্তৃপক্ষ কলেজ মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গীবাদবিরোধী এক আলোচনা সভার আয়োজন করে। অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কুদ্দুস মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনসহ অন্যরা। গাইবান্ধা ॥ গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি গাইবান্ধা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির সাধারণ সম্পদক মিহির ঘোষ, এ্যাডভোকেট মুরাদজামান রব্বানী প্রমুখ। বান্দরবান ॥ জঙ্গীবাদ নির্মূলে জনগণের সহায়তা কামনা করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেন, জনগণের সহায়তা পেলে পুলিশ বাহিনী দেশে জঙ্গীদের মূল উপড়ে ফেলতে সক্ষম হবে। তিনি আরও বলেন, জঙ্গীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শনিবার দুপুরে বান্দরবানের চিম্বুক সড়কের মিলনছড়ি পুলিশ রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে প্রশাসনের সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল, উপজেলা প্রকৌশলী নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ প্রমুখ। খুলনা ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকা- থেকে ছাত্র ও যুবসমাজকে বিরত রাখার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে জনসচেতনতামূলক এক র‌্যালি শনিবার সকালে খুলনায় অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীরর নিউমার্কেট চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেনÑ সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল সালাহউদ্দিন আল মুরাদ, রেজিমেন্টের এ্যাডজুটেন্ট লে. মোঃ আনিসুর রহমান সিদ্দিকী, ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট মেজর মোঃ আমানুল্লাহ খান। যশোর ॥ জঙ্গীবিরোধী জনমত সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) তিন নম্বর সুন্দরবন রেজিমেন্টের তিন নম্বর সুন্দরবন ব্যাটালিয়ন ও তিন নম্বর স্কোয়াড্রনের উদ্যোগে শনিবার যশোর শহরে র‌্যালি বের করা হয়। শহরের বকুলতলায় র‌্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। র‌্যালিতে অংশ নেনÑ পুলিশ সুপার আনিসুর রহমান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিএনসিসির ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন ইয়ামিন আলী, এ্যাডজুটেন্ট মেজর নাজমুল, ফ্লাইং অফিসার শামসুজ্জামান, সামরিক প্রশিক্ষকসহ বিএনসিসির সেনা ও বিমান শাখার দুই শতাধিক ক্যাডেট। র‌্যালিটি মণিহার চত্বরে গিয়ে শেষ হয়। বাগেরহাট ॥ মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা লীগ ও মোল্লাহাটে আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকেলে সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে বক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মোরেলগঞ্জে এসএম বজলুর রহমানের সভাপতিত্বে এবং মোল্লাহাটে কালীপদ বিশ্বাসের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেনÑ ফরিদ উদ্দীন আহম্মেদ, মোল্লা মোতাহার হোসেন, তাজ উদ্দীন পিকিং, মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, ডাঃ মোসলেম উদ্দিন, এসএম মশিউর রহমান, এমকে আজিজ, সুখরঞ্জন হালদার, আব্দুল গফ্ফার প্রমুখ। রাজবাড়ী ॥ জেলা পুলিশ ও পুলিশিং ফোরামের উদ্যোগে শনিবার পুলিশ লাইনস মিলনায়তনে মসজিদের ইমাম, সভাপতি, সম্পাদক, কমিউনিটি পুলিশিং সদস্য এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জিহাদুল কবিরের সভাপতিত্বে এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক জিনাত আরা, আওয়ামী লীগ নেতা ফকির আব্দুল জব্বার, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আহমেদ নিজাম মন্টু এবং মসজিদের ইমামগণ বক্তব্য রাখেন।
×