ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে এ বছর শিরñেদের সংখ্যা এক শ’ ছাড়িয়েছে

প্রকাশিত: ০৩:৪২, ২৪ জুলাই ২০১৬

সৌদি আরবে এ বছর শিরñেদের সংখ্যা এক শ’ ছাড়িয়েছে

সৌদি কর্তৃপক্ষ শুক্রবার খুনের দায়ে এক ব্যক্তির শিরñেদ করেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে অতিরক্ষণশীল দেশটিতে এ বছর এক শ’ একজনের শিরñেদ করা হলো। খবর এএফপির। সরকারী সংবাদ সংস্থা এসপিএ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, সৌদি নাগরিক মুবারাক বিন মুহাম্মদ আল দুসারিকে গুলি করে হত্যার জন্য ফাহাদ আবদুল হাদি আল দুসারিকে দোষী সাব্যস্ত করা হয়। রিয়াদ প্রদেশে তার শিরñেদ করা হয়। সৌদি আরবে ক্রমবর্ধমান মৃত্যুদ- অবিলম্বে স্থগিত করার জন্য এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হত্যা, মাদকপাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণ ও ধর্মত্যাগের জন্য মৃত্যুদ- দিয়ে থাকে। অধিকাংশ লোকের মৃত্যুদ- তলোয়ার দিয়ে মস্তক বিচ্ছিন্ন করে কার্যকর করা হয়। মুসলমানদের সিয়াম সাধনার রমজান মাসে কোন শিরñেদ করা হয় না। রবিবার খুনের দায়ে এক সৌদির মৃত্যুদ- কার্যকর হলে এ দ-দান আবার শুরু হয়। গত বৃহস্পতিবার অপর এক হত্যাকারীরও শিরñেদ করা হয়। এ নিয়ে চলতি বছর শিরñেদের ঘটনার সংখ্যা ১০০-তে দাঁড়ায়। এ্যামনেস্টির মিডল ইস্ট এ্যান্ড নর্থ আফ্রিকা বিভাগের প্রধান ফিলিপ লুথার বলেন, সৌদি আরব ন্যায়বিচার ও মানবাধিকার লঙ্ঘনের নিষ্ঠুর ও অমানবিক শাস্তিকে দ্রুত কাজে লাগাচ্ছে। এ হার চলতে থাকলে অতিশীঘ্রই দেশটিতে শিরñেদের ঘটনার সংখ্য গত বছরের সমান বা এর চেয়ে বেশিতে গিয়ে দাঁড়াবে। এ্যামনেস্টি জানিয়েছে, সৌদি আরবে গত বছর অন্তত ১৫৮ জনকে মৃত্যুদ- দেয়া হয়। ইরান ও পাকিস্তানের পর সৌদি আরবেই বেশি লোকের মৃত্যুদ- কার্যকর করা হয়। এ্যামনেস্টির পরিসংখ্যানে চীনের নাম ছিল না। ফিলিপ লুথার আরও বলেন, সৌদি আরবের কর্তৃপক্ষকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে দ্রুত শিরñেদ ও মৃতুদ- বিলোপ করতে হবে। সৌদি আরবে হত্যা ও মাদকপাচারের জন্য অধিকাংশ শিরñেদ করা হয়। তবে জানুয়ারি মাসে একদিনেই ৪৭ ব্যক্তির শিরñেদ করা হয় সন্ত্রাসবাদের দায়ে। তাদের মধ্যে শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরও ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানী বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা চালায়। এতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কূটনৈতিক সঙ্কট সৃষ্টি হয়।
×