ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফল থেকে ছাত্রী উদ্ধার

প্রকাশিত: ০৪:২৮, ২৩ জুলাই ২০১৬

বাউফল থেকে ছাত্রী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ জুলাই ॥ দশম শ্রেণীর ছাত্রী সুরভী আক্তারকে বাউফল থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। সুরভী গত ১৬ জুলাই বরিশালের উত্তর কাউনিয়ার বাড়ি থেকে বাউফলের দাশপাড়া এলাকার আবুল কালাম আকনের ছেলে ওয়েলডিং কারখানার মিস্ত্রি মিঠুর সাথে পালিয়ে বাউফল আসে। চালকসহ গ্রেফতার ৩ পাথরবোঝাই ট্রাকে ৭০০ বোতল ফেনসিডিল স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই ট্রাক থেকে ৭০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব রাজশাহীর সদস্যরা। এ সময় ওই ট্রাকের চালক ও দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় র‌্যাব। শুক্রবার দুপুরে র‌্যাব রাজশাহীর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো, কুষ্টিয়ার বটতৈল এলাকার মঙ্গল আলী খাঁর ছেলে ট্রাক চালক জহিরুল ইসলাম, গোস্তপাড়া খাজানগর এলাকার শাহজাহান শেখের ছেলে বাদশা শেখ এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নামু চাকপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন। কৃষি তথ্য সেবাকেন্দ্র উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২২ জুলাই ॥ জেলা ইনোভেশন কমিটির উদ্যোগে উপজেলা পর্যায়ে কৃষি তথ্য সেবাকেন্দ্র খোলা হচ্ছে। শুক্রবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে উপজেলার গাবখান ধানসিঁড়ি, বাসন্ড ও নবগ্রাম ইউনিয়ন পরিষদে কৃষি তথ্য সেবাকেন্দ্রের উদ্বোধন করেছেন। এ তথ্যকেন্দ্রে কৃষি বিভাগের মাঠপর্যায়ে কর্মরত একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক অবস্থান করবেন । খেলার সামগ্রী বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার মাহিলাড়া মডার্ন ক্লাবের খেলোয়াড়দের মাঝে শুক্রবার সকালে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেনÑ মাহিলাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সুশীল করাতী, মতিউর রহমান সরদার প্রমুখ। রংপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ সংবাদদাতা, রংপুর, ২২ জুলাই ॥ কাউনিয়ায় লতা বেগম (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চৈতারমোড় ৩ নং বাজেমজকুর কলোনির স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত লতা ওই গ্রামের আমিনুল ইসলাম ওরফে বাবলু মিয়ার দ্বিতীয় স্ত্রী। পুলিশ জানান, লতা বেগমের ঠিকানা সঠিক জানা যায়নি। তবে, দু’বছর আগে গাজীপুরের সখিপুর এলাকায় পোশাক কারখানায় কাজ করার সময় লতার সঙ্গে পরিচয় সূত্রে লতাকে বিয়ে করেন বাবলু। বিষয়টি এতদিন গোপন ছিল। বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে বিবাদ ছিল। পিরোজপুরে কলেজছাত্র তিন বছর ধরে নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২২ জুলাই ॥ কাউখালীতে ফরহাদ রহমান (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হওয়ার তিন বছরেও সন্ধান মেলেনি। ছেলের হারানো শোকে পরিবারের সদস্যরা পাগলের মতো এখনও খুঁজে বেড়াচ্ছেন। নিখোঁজ ফরহাদের কাউখালী উপজেলার ৪ নম্বর পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের পল্লী চিকিৎসক সাইদুর রহমানের ছোট ছেলে ও উপজেলার স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। ২০১৩ সালের ২২ নবেম্বর স্বরূপকাঠী উপজেলা পরিষদের পেছনের ভাড়া বাসা থেকে বের হয়ে ওই কলেজছাত্র আর বাড়ি ফেরেনি। সিলেট কারাফটকে সংঘর্ষের ঘটনায় আসামি ৬০ স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষী ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৬০ অজ্ঞাত দুষ্কৃতকারীকে উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর জামিনে মুক্তিলাভ নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। প্রবাস ফেরত যুবকের রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার ভাটনিসার গ্রামে প্রবাস ফেরত এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এর আগে এলাকাবাসী সকালে ওই যুবকের বাড়ির পাশে আকাশী গাছের মধ্যে তার ঝুলানো লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। টঙ্গীবাড়ী থানার এসআই জানান, ওই যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে কোন কিছু বলতে পারেনি তার পরিবার। বিদ্যুতস্পৃষ্টে দুই মহিলার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২২ জুলাই ॥ পৌর এলাকার পাথালিয়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, পাথালিয়ার ছাতার মোড়ে মমিন আলী ওরফে গেন্দার স্ত্রী হাসনা বেগম নিজ ঘরের চালের সঙ্গে টাঙ্গানো জিআই তারে ভিজা কাপর ছড়িয়ে রাখার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়। ফরিদপুরে বিদ্যুত কর্মী নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, ফরিদপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতকর্মী (লাইনম্যান) রাশেদ খানের (২৪) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সালথা উপজেলার জয়কালী নামক স্থানে এ ঘটনা ঘটে। রাশেদ খান নওগাঁ জেলার সান্তাহার উপজেলার ভাটপরই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। গোপালগঞ্জে নির্মাণ শ্রমিক নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ থেকে জানান, গোপালগঞ্জে নির্মাণাধীন বাড়ির দোতলা থেকে নিচে পড়ে তরিকুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেলে শহরের ব্যাংকপাড়ার বাসিন্দা নান্নু সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। মাদ্রাসাছাত্র তিন দিন নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২২ জুলাই ॥ কলাপাড়া পৌরশহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ১১ বছরের নাজমুল দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। নাজমুলের মা নাজমা বেগম জানান, বুধবার সকালে তালতলীর ঠংপাড়া গ্রামের বাড়ি থেকে মাদ্রাসায় আসছিল নাজমুল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ মুসা বিশ্বাস জানান, ওই ছাত্র মঙ্গলবার বাড়িতে গেছে। এরপর আর মাদ্রাসায় ফেরেনি। জাতীয় ফেস্ট ‘মেক্সেলারেশন’ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)তে শুক্রবার ৩য় মেকানিক্যাল এ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক জাতীয় ফেস্ট ‘মেক্সেলারেশন-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় ফেস্টে লাইন ফলোয়ার রোবট কম্পিটিশন, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, প্রজেক্ট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, সাধারণ জ্ঞান কুইজ ও বিজনেস আইডিয়া বিষয়ক প্রতিযোগিতা ছিল। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরানাতা আতমাজ্জা এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইইউটি’র উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর সভাপতিত্ব করেন। শিক্ষার মান উন্নয়নে সভা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ জুলাই ॥ শুক্রবার সকালে মাগুরা সরকারী মহিলা কলেজ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান। সভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষকদের নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় সরকারী-বেসরকারী কর্মকর্তা, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
×