ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যাটো মিত্রদের রক্ষায় ডোনাল্ড ট্রাম্পের শর্ত

প্রকাশিত: ০৭:১৮, ২২ জুলাই ২০১৬

ন্যাটো মিত্রদের রক্ষায় ডোনাল্ড ট্রাম্পের শর্ত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই পদে নির্বাচিত হলে তিনি তুরস্ক বা অন্যান্য কর্তৃত্ববাদী মিত্রকে তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন না করতে বা নাগরিক স্বাধীনতা নির্মূল না করতে চাপ দেবেন না। তিনি বলেন, অন্যান্য দেশের আচরণ বদলানোর চেষ্টা করার আগে যুক্তরাষ্ট্রকে এর নিজস্ব বিশৃঙ্খলা দূর করতে হবে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন গ্রহণের আগে ক্লিভল্যান্ডে এক সাক্ষাতকার দিচ্ছিলেন। খবর নিউইয়র্ক টাইমসের। ট্রাম্প বলেন, আমাদের ‘লেকচার’ দেয়ার অধিকার রয়েছে বলে আমি মনে করি না। তার হোটেল স্যুটে আয়োজিত ওই সাক্ষাতকারের সময় তিনি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের টিভি সম্প্রচারের দিকে দৃষ্টি রাখছিলেন। তিনি বলেন, দেখুন আমাদের দেশে কী ঘটছে। যখন লোকজন ঠা-া মাথায় আমাদের পুলিশের দিকে গুলি ছুড়ছে, তখন আমরা কিভাবে লেকচার দিতে পারি? ৪৫ মিনিটের ওই কথোপকথনের সময় ন্যাটো মিত্ররা আক্রান্ত হলে তাদের আপনা আপনিতেই রক্ষা করার বিষয়ে তার প্রতিশ্রুতি নিয়ে স্পষ্টত নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়। তিনি বলেন, তিনি প্রথমে সামরিক জোটের প্রতি তাদের অবদানের দিকে দৃষ্টি দেবেন। ট্রাম্প তার কড়া জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে বহন করে এসেছে এমন প্রতিরক্ষা ব্যয়ের নির্দিষ্ট অংশ মেটাতে মিত্রদের তিনি কিভাবে বাধ্য করবেন, তিনি তা বর্ণনা করেন। তিনি ‘আমেরিকা প্রথম’ নীতির গুরুত্ব দেবেন বলে জানান। ন্যাটোর ২৮ সদস্যকে তিনি প্রেসিডেন্ট হিসেবে আপনা-আপনিতেই নিরাপত্তার নিশ্চয়তা দেবেন কিনাÑ এমনকি তিনি সেই প্রশ্নেরও উদ্ভব ঘটান। বর্তমানে তারা মার্কিন সেনাবাহিনীর পূর্ণ সমর্থনের আশ্বাস ভোগ করছে। ন্যাটোর নতুন সদস্য ক্ষুদ্র ক্ষুদ্র বাল্টিক রাষ্ট্রগুলোকে উদ্বিগ্ন করেছেÑ রাশিয়ার এমন হুমকিজনক তৎপরতা সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। এর জবাবে ট্রাম্প বলেন, যদি রাশিয়া তাদের আক্রমণ করে তবে তিনি ওই সব দেশ ন্যাটোর প্রতি তাদের বাধ্যবাধকতা পালন করেছে কিনা, তা পর্যালোচনা করার পরই কেবল তিনি তাদের সহায়তা করবেন কিনাÑ সেই সিদ্ধান্ত নেবেন। ট্রাম্পকে অনুমোদনে ক্রুজের অস্বীকৃতি ॥ এএফপি জানায়, প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের লড়াইয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ দলীয় প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম অনুমোদন করতে অস্বীকার করেন এবং আমেরিকানদের তাদের বিবেকবোধ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। এতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন স্তম্ভিত হয়ে পড়ে। ভিপি পদে মনোনয়ন গ্রহণ পেন্সের ॥ ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গবর্নর মাইক পেন্স বুধবার ক্লিভল্যান্ডে উত্তেজনাপূর্ণ দলীয় কনভেনশনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোয়ন গ্রহণ করেন।
×