ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে ছাত্রলীগ নেতার মুক্তি নিয়ে কারা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত: ০৫:৩৯, ২২ জুলাই ২০১৬

সিলেটে ছাত্রলীগ নেতার মুক্তি নিয়ে কারা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ,  আহত ২০

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারাগার থেকে মুক্তিলাভ নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে। এসময় কারাগারের সামনে থাকা অর্ধশতাধিক মোটর সাইকেল ভাংচুর করা হয়। বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার হিরণ মাহমুদ নিপু হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন জেনে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী তাকে স্বাগত জানাতে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত হন। তখন তারা তার মুক্তিলাভের আনন্দে নানা সেøাগান দিতে থাকেন। কারারক্ষীরা তাদের সেøাগান না দিয়ে নীরব থাকতে বলেন। ছাত্রলীগ নেতারা কারারক্ষীদের কথা না শুনে সেøাগান দিতে থাকে। এ নিয়ে বাক-বিত-ার এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ আহত হন ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×