ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনার কুতুবপুরে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৭:০২, ২১ জুলাই ২০১৬

নেত্রকোনার কুতুবপুরে হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

সঞ্জয় সরকার, নেত্রকোনা থেকে ॥ বাংলা সাহিত্যের অন্যতম কিংবদন্তি প্রয়াত ঔপন্যাসিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল আটটায় স্থানীয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের মাঠ থেকে বের করা হয় র‌্যালি। র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের চাচা আলতাফুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সানোয়ার হোসেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, আজহারুল ইসলাম বাঁধন, মোজাম্মেল হক বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হুমায়ূন আহমেদ ১৯৯৬ সালে তার মা আয়েশা ফয়েজের অনুরোধে কুতুবপুর গ্রামে ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
×