ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামিন পেতে মিথ্যা তথ্য দেয়ায় আইনজীবীসহ ৩ জনকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ০৮:১৯, ২০ জুলাই ২০১৬

জামিন পেতে মিথ্যা তথ্য দেয়ায় আইনজীবীসহ ৩ জনকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ জামিনের সময় ইয়াবা নিয়ে মিথ্যা তথ্য প্রদান ও জালিয়াতির অভিযোগে এক আইনজীবীসহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এস এম এমদাদুল হক ও এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। ডেপুটি এ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন জানান, আগামী ২৫ জুলাই তিনজনকে সশরীরে আদালতে হাজির হয়ে ইয়াবা মামলায় মিথ্যা তথ্য প্রদান ও জালিয়াতির ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককেও ঐদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। তথ্য গোপন করে ১৬ জুন দুই আসামি হাইকোর্ট থেকে জামিন নেয়। আসামিরা আদালতে ৮০ পিস ইয়াবার কথা বলে। জামিনের বিষয়টি ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই করতে গেলে আসামিদের আট হাজার পিস ইয়াবাসহ আটকের বিষয়টি ধরা পড়ে।
×