ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের এয়ার-শোতে কানাডা ও রাশিয়ার আকর্ষণীয় বিমান

প্রকাশিত: ০৪:১৫, ২০ জুলাই ২০১৬

ব্রিটেনের এয়ার-শোতে কানাডা ও রাশিয়ার আকর্ষণীয় বিমান

ব্রিটেনে চলা ফার্নবোরোহ এয়ার-শোতে আকর্ষণীয় বিমান নিয়ে হাজির হয়েছে কানাডার বোম্বারডিয়ার এয়ারলাইন্স এবং রাশিয়ার সুখোই। বিমান দুটির মধ্যে সি সিরিজের সিএস হান্ড্রেড মডেলের যাত্রীবাহী এ বিমানের সিট এবং জানালাগুলো তুলনামূলক বড়, বড় লাগেজ বহনের জন্য রয়েছে আলাদা স্থান। প্রদর্শনীতে অংশ নেয়া বোম্বারডিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সি সিরিজের ১শ’ ২৭টি বিমানসহ মোট ১শ’ ৬১টি বিমানের অর্ডার পেয়েছেন তারা। অন্যদিকে খেলোয়াড়দের ভ্রমণের জন্য প্রদর্শনীতে স্পোর্টস জেট নিয়ে এসেছে রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই। এরই মধ্যে আরামদায়ক এসএসজে হান্ড্রেড মডেলের ১৫টি স্পোর্টস জেটের অর্ডার দিয়েছে ইউরোপের সিটি জেট। -অর্থনৈতিক রিপোর্টার মার্সেলের বিক্রি বেড়েছে ৫০ শতাংশ দেশীয় ব্র্যান্ড মার্সেল পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। চাহিদাও বাড়ছে ব্যাপকহারে, যার প্রভাব পড়েছে মার্সেল পণ্যের বিক্রিতে। গত বছরের জানুয়ারি থেকে জুনের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রায় ৫০ শতাংশ বেশি পণ্য বিক্রি করেছে মার্সেল। চলতি বছরের প্রথমার্ধে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পণ্য বিক্রি হয়েছে। তবে বাম্পার সেল হচ্ছে এলইডি টিভি এবং ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল হোম এ্যাপ্লায়েন্সের। এ দুটি পণ্যের বিক্রি বেড়েছে যথাক্রমে ৩০০ ও ৩১৭ শতাংশ। এছাড়া ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি যুক্ত হওয়ার পর মার্সেল রেফ্রিজারেটরের বিক্রি বেড়েছে আশাতীত। জানা গেছে, দেশে ইলেক্ট্রনিক্স পণ্যের অভ্যন্তরীণ বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করতে ২০১৬ সালকে চ্যালেঞ্জিং বছর হিসাবে নিয়েছে মার্সেল। সে লক্ষ্যে চলতি বছরের শুরুতেই নিজস্ব কারখানায় উৎপাদন বাড়ানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×