ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিরীয়দের দুর্ভোগ লাঘবে আমাদের সরে দাঁড়ানো উচিত ॥ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪০, ২০ জুলাই ২০১৬

সিরীয়দের দুর্ভোগ লাঘবে আমাদের সরে দাঁড়ানো উচিত ॥ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

নবনিযুক্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, বাশার আলা আসাদ ক্ষমতা ছাড়লে যদি সিরীয়াবাসীর দুঃখ দুর্দশা লাঘব হয় তবে তার তাই করা উচিত। গত সপ্তাহে তেরেসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর লন্ডনের সাবেক মেয়র জনসনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী মঙ্গলবার তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জনে কেরির সঙ্গে বৈঠকে বসছেন। খবর গার্ডিয়ান অনলাইনের। কেরির সঙ্গে বৈঠকের আগে লন্ডনের ফরেন অফিস থেকে জনসনের একটি বিবৃতি প্রকাশ করেছে। তিনি এতে আমাদের ক্ষমতা ত্যাগ ইস্যুকে জোরালোভাবে সমর্থন করেছেন। জনসনের এই অবস্থান গত ডিসেম্বরে টেলিগ্রাফে লেখা তার নিবন্ধ স্পষ্টতই বিপরীত। ওই নিবন্ধে জনসন লিখেছেন যে, ইসলামিক স্টেট এবং অনুসাররা ফ্রন্টের মতো জঙ্গী গ্রুপগুলো পরাস্ত করতে স্থলবাহিনী প্রয়োজন। সিরিয়ায় যেহেতু ব্রিটেন সৈন্য পাঠাবে না, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মতো মিত্ররাও তা করতে আগ্রহী নয় তাই এজন্য আসাদ বাহিনীর ওপর নির্ভর করার কোন বিকল্প নেই। জার্মানিতে ট্রেনে কুড়াল নিয়ে আফগান কিশোরের হামলা জার্মানির এক দক্ষিণাঞ্চলীয় শহরে ট্রেনের ভিতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করেছে এক আফগান শরণার্থী। পরে ঐ আফগান কিশোর পুলিশের গুলিতে নিহত হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে ভুয়ার্সবুর্গ শহরের কাছে ট্রেনে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির ১৭ বছর বয়সী ওই আফগান কিশোর কেন এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জার্মান সংবাদ মাধ্যম লিখেছে, ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে সে যাত্রীদের ওপর চড়াও হয়। আইএস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
×