ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের টেনিস দলে সেরেনা-ভেনাস

প্রকাশিত: ০৬:৩৫, ১৯ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রের টেনিস দলে সেরেনা-ভেনাস

স্পোর্টস রিপোর্টার ॥ এক সপ্তাহ আগেই মর্যাদার গ্র্যান্ডস্লাম উইম্বলডন জিতেছেন সেরেনা উইলিয়ামস। এর মাধ্যমে জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুঁয়েছেন তিনি। তবে বিরতি নেয়ার তেমন সুযোগ পাচ্ছেন না বিশ্বসেরা এ মার্কিন টেনিস তারকা। ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোয় শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক আসর। সেখানে যুক্তরাষ্ট্রের টেনিস দলে রাখা হয়েছে সেরেনাকে। তার সহোদরা বড় বোন ভেনাস উইলিয়ামসও আছেন দলে। ভেনাস এবার উইম্বলডনের সেমিফাইনাল খেলেছিলেন। এবারেরটি হবে সেরেনার চতুর্থ অলিম্পিক অংশগ্রহণ। লন্ডনে অনুষ্ঠিত ২০১২ অলিম্পিকের এককে এবং দ্বৈতে তিনি স্বর্ণপদক জেতেন। দ্বৈতে সেরেনার সতীর্থ ছিলেন বোন ভেনাস। সবমিলিয়ে দুই বোন জিতেছেন চারটি অলিম্পিক স্বর্ণ। ভেনাস ২০০০ সালে অলিম্পিক স্বর্ণ জেতেন একক ইভেন্টে। আর দুই বোন দ্বৈতের স্বর্ণ জয় করেন ২০০০, ২০০৮ ও ২০১২ সালে। গত অলিম্পিকেই শুধু এককের স্বর্ণ জেতেন সেরেনা। আর ২০০৪ অলিম্পিকে ইনজুরির কারণে অংশ নেননি তিনি। আবারও অলিম্পিকের মহিলা একক ও দ্বৈতে স্বর্ণপদক আশা করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের মহিলা টেনিস দল বেশ শক্তিশালী হলেও পুরুষদেরটা তেমন শক্ত নয়। বিশ্বের ২৬ নম্বর র‌্যাঙ্কিংধারী জ্যাক স্টকই যুক্তরাষ্ট্রের পুরুষ টেনিসের শীর্ষ খেলোয়াড়।
×