ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৪:২৪, ১৯ জুলাই ২০১৬

সাভারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ জুলাই ॥ সাভারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো- দত্তপাড়া এলাকার ছাফিনা (৪) ও রাফুল (৪)। তাদের অকাল মৃত্যুতে দত্তপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, দুপুরে দত্তপাড়া এলাকার ওই দুই শিশু বাড়ির পাশে একটি মসজিদের সামনে খেলা করতে যায়। এ সময় রাফুল খেলা করতে করতে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে ছাফিনা রাফুলকে বাঁচাতে গেলে সেও পুকুরের পানিতে তলিয়ে যায়। কয়েক ঘণ্টা পর ওই পুকুর থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করা হয়। সোনারগাঁয়ে ছাত্রী নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে স্কুলে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে সুমাইয়া (১৫) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টায় উপজেলার পঞ্চমীঘাট এলাকায়। মুন্সীগঞ্জে শিশু স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেয়া হলো না তানহা আক্তারের। গজারিয়ায় হোসেন্দি গ্রামের বাড়িতে বেড়াতে এসে মেঘনায় ডুবে মারা গেছে সাত বছরের এ শিশু। নাসির উদ্দিনের কন্যা তানহা ঢাকায় বসবাস করত। আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে গ্রামের বাড়িতে আসেন নাসির। সোমবার দুপুরে মেঘনায় গোসল করার বায়না ধরে তানহা। মিঠাপুকুরে শিবিরকর্মীসহ গ্রেফতার ৩৬ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুলিশের অভিযানে রংপুরে তিন শিবিরকর্মীসহ বিভিন্ন মামলার পলাতক ৩৬ জন গ্রেফতার হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযানে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৩ শিবিরকর্মী হলেন- মিঠাপুকুর উপজেলার জয়রামপুর গ্রামের ওয়াজেম উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২), চিতলী দক্ষিণপাড়া গ্রামের আবু তাহের (৩৮) ও উপজেলার জয়ন্তিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আশিকুর রহমান (২৬)। এই তিনি শিবিরকর্মীর বিরুদ্ধে নাশকতা ও পেট্রোলবোমা হামলার মামলায় আদালতে অভিযোগপত্র রয়েছে। অপরদিকে গ্রেফতারকৃত অপর ৩৩ আসামির বিরুদ্ধে নাশকতার ও চুরি-ডাকাতি আইনে মামলা রয়েছে। কলেজ সরকারীকরণের দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৮ জুলাই ॥ বড়লেখা ডিগ্রী কলেজ সরকারী করণের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে বড়লেখা উত্তর চৌমুহনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তরা বলেন, সরকারীকরণের সব অবকাঠামো থাকার পর ও দুই দফায় জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন পাওয়া তালিকায় রহস্যজনক কারণে বড়লেখা ডিগ্রী কলেজটিকে বাদ দেয়া হয়েছে। ঠাকুরগাঁও রানীশংকৈল নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানান, জেলার রনীশংকৈল ডিগ্রী কলেজকে সরকারীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলাম ও শিক্ষক সুশান্ত বশুনিয়া প্রমুখ। ককটেলসহ দুই শিবির নেতা আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় ককটেলসহ দুই শিবির নেতাকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। তারা হলেনÑ মহানগর শিবিরের সাধারণ সম্পাদক ইমরান খালিদ ও শিবির নেতা আবু বকর সিদ্দিক। পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুরের কালীবাড়ির সামনের রাস্তা থেকে ছাত্রশিবিরের নেতা ইমরান খালিদ ও আবু বকর সিদ্দিককে আটক করা হয়। এ সময় তাদের কাছে তিনটি ককটেল ও কিছু জিহাদি বই পাওয়া যায়। সরকারীকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবি নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৮ জুলাই ॥ চান্দিনা উপজেলা সদরে অবস্থিত চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ সরকারীকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের ছাত্রীরা। সোমবার দুপুরে ছাত্রীরা ক্লাস বর্জন করে কলেজের প্রধান ফটকে একত্রিত হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় অবস্থান নেয়। বিক্ষোভকারীরা এ সময় চার লেন সড়কের দুই পার্শ্বে যান চলাচল বন্ধ করে দিয়ে সড়কে বসে পড়ে। রাণীনগরে নৈশপ্রহরীকে বেঁধে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জুলাই ॥ রবিবার গভীর রাতে রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে নৈশপ্রহরীকে বেঁধে রেখে কীটনাশক দোকানের সাড়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। এছাড়া একই রাতে ওই বাজারে আরও দুটি মুদি দোকানে হানা দেয় সংঘবদ্ধ ডাকাত দল। জানা যায়, রাত আড়াইটায় ১০-১২ জন ডাকাত চাকু ও লাঠিসোটা নিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে বাজারের পশ্চিমে রাস্তার পার্শ্বে ফেলে রেখে দোকানে লুটপাট করে। নওগাঁয় মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জুলাই ॥ মহাদেবপুর উপজেলার রহিমাপুর গ্রামের শমসের আলীর ছেলে মামুনুর রশীদ মামুন হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। নওগাঁ শহরের মুক্তির মোড়ের প্রধান সড়কের পাশে কর্মসূচী পালন করা হয়। এ সময় নিহতের মা দেলোয়ারা বেগম, স্ত্রী রেবেকা বানু ও মামুনের আট বছরের ছেলে মুকতাছির হোসেনসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। ৫০ হাজার টাকা জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মোড়কে তৈরির মেয়াদ উল্লেখ না থাকাসহ নষ্ট খাদ্যপণ্য বিক্রির দায়ে চট্টগ্রামে তিনটি খাবারের দোকান ও একটি ওষুধ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নগরীর পাহাড়তলী ও অলঙ্কার মোড় এলাকায় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের নিয়মিত অভিযানে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস নেতৃত্ব দেন। মাদ্রাসা সুপারের মরদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৮ জুলাই ॥ জেলার করিমগঞ্জে নৌকাডুবিতে নিহত উপজেলার কান্দাইল দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাফিজ উদ্দিনের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নিখোঁজের দুই দিন পর উপজেলার গুণধর উচ্চ বিদ্যালয়ের পাশে বড় হাওড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গুণধর ইউনিয়নের ইন্দাছুল্লি গ্রামের পীর আব্দুল মালেকের ছেলে। শিক্ষকের অপসারণ দাবিতে মাদ্রাসায় তালা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ জুলাই ॥ বড়াইগ্রামে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইংরেজী বিভাগের শিক্ষক আলমগীর হোসেনকে অপসারণের দাবিতে মাদ্রাসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন অভিভাবকরা। সোমবার সকালে উপজেলার ইসলামপুর গুনাইহাটি সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা সূত্র জানায়, গত ১৬ জুলাই পড়া না করে আসার অজুহাতে ওই মাদ্রাসার ইংরেজী বিভাগের শিক্ষক আলমগীর হোসেন এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করে। পাটের মূল্য ৩ হাজার টাকা করার দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পাটের সর্বনিম্ন মণপ্রতি মূল্য ৩ হাজার টাকা নির্ধারণ, বন্যা-জলাবদ্ধতা কবলিত এলাকায় বীজ সরবরাহ, কৃষি ঋণ মওকুফ, নতুন করে সুদমুক্ত কৃষি ঋণ ও কৃষককে ভর্তুকি প্রদান এবং খাস জমি ভূমিহীন-গরিবদের মাঝে বণ্টনসহ জলাবদ্ধতা সমস্যার সমাধানের দাবিতে যশোর শহরে মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখা। সোমবার দুপুর সাড়ে ১২টায় মিছিল সহকারে যশোর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিনকে স্মারকলিপি প্রদান করা হয়। বখাটে আটক করতে গিয়ে পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৮ জুলাই ॥ সিদ্ধিরগঞ্জে যৌন হয়রানির আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এসআই সুমনা পারভীনসহ দুই পুলিশ আহত হয়েছেন। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশারি এলাকায় এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় রোমানকে আটক করার পর স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের ওপর এ হামলা চালায়। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করলেও রাজনৈতিক চাপের মুখে একজনকে মামলায় আটক দেখানো হয়েছে।
×