ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতনভাতার চেক হস্তান্তর

প্রকাশিত: ০৮:১৮, ১৭ জুলাই ২০১৬

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতনভাতার চেক হস্তান্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনভাতার সরকারী অংশের ১২টি চেক শনিবার অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। খবর বাসসর। আগামী ২১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক -কর্মচারীগণ তাদের স¦ স¦ ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে জুন মাসের বেতনভাতার সরকারী অংশ উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য, মে মাসের বেতনভাতার এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছার কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতনভাতা উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।
×