ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেঁচে গেলেন রিহানা

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ জুলাই ২০১৬

বেঁচে গেলেন রিহানা

সংস্কৃতি ডেস্ক ॥ ফ্রান্সের নিসে বাস্তিল উৎসবের রাতে সন্ত্রাসী হামলার সময় শহরটিতে অবস্থান করছিলেন পপ তারকা রিহানা। তার মুখপাত্রের বরাতে এক গণমাধ্যম জানিয়েছে, রিহানা নিরাপদ আছেন। শুক্রবার রাতে শহরটির আলিয়াঁস স্টেডিয়ামে নিজের বিশ্ব সফরের অংশ হিসেবে একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল রিহানার। তবে নৃসংশ এই হাসলায় ৮৪ জন নিহত এবং দেড়শরও বেশি মানুষের আহত হওয়ার ঘটনায় কনসার্টটি বাতিল করেছেন তিনি। ইন্সটাগ্রামে ফ্রান্সের জাতীয় পতাকার একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, নিসের মর্মান্তিক ঘটনার জন্য ১৫ তারিখ আলিয়াঁস স্টেডিয়ামে আমার কনসার্ট পরিকল্পনামাফিক হচ্ছে না। হতাহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। ওই কনসার্টের পরপরই আজ রবিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে আরেকটি কনসার্টের উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা রয়েছে ‘আমব্রেলা’ খ্যাত এই গায়িকার।
×