ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আয়ের শীর্ষে টেইলর সুইফট

প্রকাশিত: ০৭:২৫, ১৬ জুলাই ২০১৬

আয়ের শীর্ষে টেইলর সুইফট

সংস্কৃতি ডেস্ক ॥ চলতি বছরে সর্বোচ্চ আয় করা তারকাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন জনপ্রিয় মার্কিন সঙ্গীত তারকা টেইলর সুইফট। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন তাদের বাৎসরিক সংখ্যায় ২০১৬ সালে আয় করা সেরা এক শ’ তারকার নাম প্রকাশ করেছে। এই তালিকার শীর্ষে আছেন সুইফট। গণমাধ্যমটি জানায়, ২০১৫ এর জুন মাস থেকে ২০১৬ এর জুন মাস পর্যন্ত টেইলর আয় করেছেন ১৭ কোটি মার্কিন ডলার। এই অঢেল অর্থের বেশিরভাগই এসেছে তার বিশ্ব সফর ‘নাইন্টিন এইটিনাইন’ থেকে। বিখ্যাত ব্যান্ড ‘রোলিং স্টোন’-এর নর্থ আমেরিকার সকল ট্যুরের রেকর্ড ভেঙ্গে ২০ কোটি ডলারের বেশি আয় করে এই সফর। সঙ্গীত ছাড়াও সুইফটের আয়ের একটি বিশাল ক্ষেত্র বিভিন্ন পণ্যের দূতিয়ালি। এর মধ্যে রয়েছে ‘এ্যাপল’, ‘ডায়েট কোক’, ‘কেডস’ ইত্যাদি। এসব ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিয়েও প্রচুর অর্থ আয় করছেন তিনি। ২০১৫ সালে এই তালিকায় অষ্টম স্থানে ছিলেন তিনি। তার মোট বার্ষিক আয় ছিল আট কোটি ডলার। এবার তার আয়ের অঙ্ক হয়েছে দ্বিগুণেরও বেশি। তালিকার শীর্ষে ওঠার পথে অনেক নামই দামী তারকাদের পিছনে ফেলেছেন সুইফট। এদের মধ্যে আছে ব্যান্ডদল ‘ওয়ান ডিরেকশন’ (১১ কোটি ডলার), কেভিন হার্ট (৮ কোটি ৭ লাখ ডলার), এ্যাডেল (৮ কোটি ডলার)। শীর্ষে ওঠার পথে সাবেক প্রেমিক কেলভিন হ্যারিসকেও পিছে ফেলছেন তিনি। হ্যারিস আছেন তালিকার ২১ নম্বরে। তিনি আয় করেছেন মোট ৬ কোটি ৩ লাখ ডলার। সঙ্গীত তারকা কেটি পেরি আছেন ৬৩ নম্বরে। তার আয় চার কোটি ডলারের কিছু বেশি।
×