ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫৬, ১৬ জুলাই ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবিরোধী মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীবাদ ঠেকাও, দেশ বাঁচাও- এ অঙ্গীকারকে সামনে রেখে বিভিন্ন জেলায় জঙ্গীবিরোধী মানববন্ধন, সমাবেশ, জঙ্গী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর। রাজশাহী ॥ আজ শনিবার সন্ত্রাস ও জঙ্গীবিরোধী বিক্ষোভ সমাবেশ করবে জেলা আওয়ামী লীগ। আজ বিকেলে জেলার পবা উপজেলার দামকুড়াহাট কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক শরিফুল ইসলাম। ওই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য বক্তব্য রাখবেন। এদিকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় রাজশাহী নগরীতে প্রতিরোধ কমিটি গঠন করেছেন মহানগর ১৪ দল। নগরীর ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে এ কমিটি গঠন করা হয়। বগুড়া ॥ দেশে জঙ্গী হামলা- জঙ্গী তৎপরতার প্রতিবাদ এবং ধর্মান্ধগোষ্ঠীর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বগুড়ায় শুক্রবার উদীচীর উদ্যোগে সংহতি প্রকাশ ও সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় অনুষ্ঠিত এ সমাবেশে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুুষ সংহতি প্রকাশ করে জঙ্গীবাদ রুখতে এগিয়ে আসার আহ্বান জানান। এ্যাডভোকেট লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেনÑ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সিপিবি বগুড়া জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক বাবলা, সাদেকুল ইসলাম সুজন, সাংস্কৃতিক কর্মী, নিভা রানী সরকার, খলিলুর রহমান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, হাফিজ আহম্মেদ, জেএম রউফ, কবি সুকুমার দাস, এ্যাডভোকেট আশরাফ হোসেন, নাদিম মাহমুদ প্রমুখ। বরিশাল ॥ ‘ঠেকাও জঙ্গীবাদ বাঁচাও দেশ’ সেøাগানকে সামনে রেখে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিভাগীয় শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের বিভাগীয় সম্পাদক বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেনÑ বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, বিএম স্কুলের প্রধানশিক্ষক লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরামের মহানগর সভাপতি কাজল ঘোষ প্রমুখ। একই দাবিতে ওই দিন বেলা সাড়ে এগারোটার দিকে নগরীর সদর রোডে সাংস্কৃতিক সংগঠন উদীচী ও বরিশাল নাটকের যৌথ আয়োজনে অনুরূপ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সুনামগঞ্জ ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলার ভীমখালিতে একতা যুবসংঘের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় কারেন্টের বাজারে এ মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেয়। বক্তব্য রাখেনÑ জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রশীদ আহমদ, জামালগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার, একতা যুবসংঘের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
×