ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বরিশালে সেতু ধসে বালু বোঝাই ট্রাক খালে

প্রকাশিত: ০৪:২৩, ১৫ জুলাই ২০১৬

বরিশালে সেতু ধসে বালু বোঝাই ট্রাক খালে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এলজিইডি’র অর্থায়নে নির্মিত ব্রিজ ধসে বৃহস্পতিবার সকালে বালুবাহী ট্রাক খালে পড়েছে। এ ঘটনার পর থেকে আগৈলঝাড়ার সঙ্গে ডাসার ও মাদারীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে মাদারীপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক আগৈলঝাড়ার বাশাইলে যাবার সময় মাগুরা ব্রিজ অতিক্রমকালে আয়রন স্ট্রাকচারের ব্রিজটি ধসে ট্রাকটি খালে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক, হেলপার ও শ্রমিকরা জীবন বাঁচাতে লাফিয়ে পড়ে আহত হন। সূত্রমতে, চারদলীয় জোট সরকারের আমলে (২০০৩ সালে) এলজিইডি’র অর্থায়নে এক সপ্তাহের মধ্যে ওই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। জনগুরুত্বপূর্ণ ওই ব্র্রিজটি ধসে পড়ায় আগৈলঝাড়া উপজেলার সাথে মাদারীপুরের কালকিনি, ভুরঘাটা ও ডাসারের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে যানবাহন চলাচল বন্ধসহ হাজার হাজার জনগণ চরম দুর্ভোগে পড়েছেন। ফের ইউএপির ভিসি হলেন ড. জামিলুর রেজা চৌধুরী অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য হিসেবে চার বছরের জন্য পুনঃনিয়োগপ্রাপ্ত হয়েছেন। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ ড. চৌধুরীকে চার বছর মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনঃনিয়োগ দেন। তিনি একই পদে ২০১২ সালের মে থেকে চার বছর অধিষ্ঠিত ছিলেন। অধ্যাপক চৌধুরী একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করেন। তিনি একজন বিখ্যাত পুরকৌশলী, গবেষক এবং বিজ্ঞানী। অধ্যাপক চৌধুরী ১৯৬৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং একই বছর পুরকৌশল বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। -বিজ্ঞপ্তি বিইউবিটির নয়া রেজিস্ট্রার ড. হারুন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) নতুন রেজিস্ট্রার হিসেবে ড. মোঃ হারুন-অর-রশিদ সম্প্রতি যোগদান করেছেন। বিইউবিটিতে যোগদানের আগে তিনি এনসিটিবি, নায়েম, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বেসরকারী বিশ্ববিদ্যালয় এমআইইউতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ড. হারুন ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন এবং ২০০৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষায়ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। -বিজ্ঞপ্তি
×