ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ককটেল ও জিহাদী বই উদ্ধার ॥ দুই জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:২১, ১৫ জুলাই ২০১৬

ককটেল ও জিহাদী বই উদ্ধার ॥ দুই জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ জুলাই ॥ বুধবার রাতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার সুপারসহ জামায়াতের ২ নেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের বাসা তল্লাশি করে ৩টি ককটেল ও ১৭টি জিহাদী বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় নাশকতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, বুধবার রাত সাড়ে ৮টায় রাণীনগর উপজেলা সদরের পূর্ব বালুভরা পেট্রোলপাম্পের পাশে একটি বাসায় জঙ্গীরা রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় । পুলিশের উপস্থি’তি টের পেয়ে বৈঠককারীদের অনেকে পালিয়ে গেলেও আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার শরিফউদ্দীন মাজহারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা তল্লাশি করে ৩ টি ককটেল ও ১৭টি জিহাদী বই উদ্ধার করা হয় বলে ওসি জানান। এছাড়া বৈঠক থেকে পালিয়ে যাবার সময় আব্দুল কাহারকে আবাদপুকুর থেকে গ্রেফতার করা হয়। আব্দুল কাহার আবাদপুকুর মরুপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে । সে কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি। টেকনাফে দু’ডাকাত দলের গুলিবিনিময়, নিহত ২ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে দু’ডাকাত দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় দুই দুজন নিহত হয়েছে। বুধবার রাতে টেকনাফ-কক্সবাজার সড়কের বড়ইতলী কেরুনতলী সাড়িয়ং নামের পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুই ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ ছাড়াও দুটি অস্ত্র, একটি কার্তুজ ও ব্যবহৃত বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে। টেকনাফ থানার ওসি জানান, এলাকার আলোচিত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম ও রঙ্গিখালী এলাকার শিয়াইল্যা ডাকাতদের দুই গ্রুপের মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দলের সদস্যরা পাহাড়ের ভেতর পালিয়ে যায়।
×