ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদে মদদ দিচ্ছে পাকিস্তান ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ০৮:৫৫, ১৪ জুলাই ২০১৬

জঙ্গীবাদে মদদ দিচ্ছে পাকিস্তান ॥ ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ পাকিস্তান বাংলাদেশের রাজনৈতিক স্থিতি নষ্ট করতে জঙ্গীবাদের মদদ দিয়ে আসছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বুধবার দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে আর বলা হয়, ‘বাংলাদেশে জঙ্গীবাদের উদ্ভব এবং এর প্রেক্ষাপট ভিন্ন এটা সকলকে উপলব্ধি করতে হবে। বাংলাদেশকে যারা স্বাধীন দেখতে চায়নি এবং মুক্তিযুদ্ধকে যারা বিজয়ী দেখতে চায়নি তারাই জঙ্গীবাদের সৃষ্টিকারী এবং তারাই এর প্রসার ঘটিয়েছে। এই জঙ্গীবাদের পিছনে মূল যে রাজনীতি কাজ করছে তা হলো, বাঙালী জাতীয়তাবাদ যার মর্মবস্তু হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে উদারনৈতিক ইসলামী দেশ হিসেবে উল্লেখ করে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টায় লিপ্ত হয়েছিল। এমনকি যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীকে ‘মডারেট মুসলিম’ দল হিসেবে উল্লেখ করতে দ্বিধাবোধ করেনি।’ মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের জঙ্গীবাদ দমনে তার সরকার সহায়তা প্রদান বিষয়ে ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর পক্ষে সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বিবৃতিতে বলেন, আরব বিশ্বের জঙ্গীবাদ এর উৎস এবং এদেশে জঙ্গীবাদের উদ্ভবের অতীত ভিন্ন। পরাজয়ের প্রতিশোধ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান এদেশের জঙ্গীবাদীদের বাংলাদেশের রাজনৈতিক স্থিতি নষ্ট করতে দির্ঘদিন মদদ দিয়ে আসছে।
×