ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৯, ১৪ জুলাই ২০১৬

জঙ্গীবিরোধী বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ গুলশান হত্যাকা- ও শোলাকিয়া হামলার প্রতিবাদ এবং জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ এবং কর্মশালা হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মুন্সীগঞ্জ ॥ বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ। বুধবার বিকেল ৫টায় মিছিলটি জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শহীদ মিনার চত্বর থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির ভাষণ দেন বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার সাবেক সাংসদ জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিন। জেলা যুবলীগ সভাপতি আকতারুজ্জামান রাজীবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছ-উজ-জামান, পৌর মেয়র ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক সামসুল কবীর মাস্টার, জেলা শ্রমিক লীগ সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা প্রমুখ। নোয়াখালী ॥ বুধবার বেলা ১১টায় জেলা শহর মাইজদীর টাউন হল চত্বরে সংগঠনের জেলা শাখা এ কর্মসূচী পালন করে। বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক দলিলের রহমান দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শ্যামল কান্তি দে, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট নোয়াখালী জেলার আহ্বায়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মোবারক করিম, শিশু কিশোর মেলা নোয়াখালী জেলা শাখার সংগঠক কাজী জহির উদ্দিন প্রমুখ। সিরাজগঞ্জ ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালা বুধবার দুপুরে সিরাজগঞ্জে বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বজলুল করিম, সহকারী পরিচালক (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শামসুল আরেফিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান, মওলানা ওহিদুজ্জামান প্রমুখ। কর্মশালায় জেলার সকল মসজিদের ইমাম অংশ নেয়। গাইবান্ধা ॥ বাসদ (মাকর্সবাদী) জেলা শাখার উদ্যোগে বুধবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ। বক্তারা ধর্মীয় মৌলবাদী শক্তির উত্থান ও তাদের বর্বরোচিত হত্যাকা-ের তীব্র প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বরিশাল ॥ ঐতিহ্যবাহী সরকারী গৌরনদী কলেজে ভর্তি একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে উপজেলা, কলেজছাত্র সংসদ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি একপর্যায়ে জঙ্গী তৎপরতার বিরুদ্ধে সেøাগানে মুখরিত হয়ে ওঠে। মিছিল শেষে কলেজ ক্যাম্পাসে ছাত্রসংসদের ভিপি সুমন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফ, ছাত্র সংসদের জিএস জাহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, ছাত্র সংসদের এজিএস রেজভী জামান রিয়াদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী। কক্সবাজার ॥ ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নাই। আইএস, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এসব জঙ্গীগোষ্ঠী মানুষ হত্যা করে কোন্ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? প্রশ্ন রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন। তিনি বলেন, ইসলামের শিক্ষা তো তা নয়। ইসলামে নবী মুহাম্মদ (সা) শান্তির কথা প্রচার করেছেন। শান্তির ধর্ম প্রতিষ্ঠা করেছেন। কোরান হাদিসের কোথাও জঙ্গী পন্থায় ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়নি। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা ॥ বুধবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জঙ্গী হামলা বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা চুয়াডাঙ্গা জেলা জঙ্গী হামলামুক্ত রাখার জন্য বজ্রকঠিন প্রত্যয় গ্রহণ করেন।
×